হোম > সারা দেশ > ঢাকা

মতিঝিলে বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মতিঝিলের দক্ষিণ কমলাপুরের একটি বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টায় মরদেহটি উদ্ধার করা হয়। ওই গৃহবধূর নাম শান্তা আক্তার (২৬)। 

এ ঘটনায় শান্তার বাবা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার দায়ে মতিঝিল থানায় মামলা করেছেন। এরই মধ্যে নিহত শান্তার স্বামী সৈয়দ রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শান্তা আক্তারের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সন্ধ্যায় আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) নাসিরুল আমীন। 

তিনি বলেন, মতিঝিলের দক্ষিণ কমলাপুরের একটি বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়েছে বলে জানা গেছে। ওই নারীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় ওই নারীর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

নিহত শান্তা আক্তারের বোন রুপা বেগম বলেন, ‘স্বামী সৈয়দ রাসেল ও দুই ছেলে এক মেয়েকে নিয়ে দক্ষিণ কমলাপুরের ওই বাসায় ভাড়া থাকতেন শান্তা। রাসেল একটি পরিবহনে চাকরি করেন। রাসেলের সঙ্গে অন্য একটি মেয়ের পরকীয়া প্রেম আছে এবং তাঁকে বিয়েও করেন। শান্তার বিয়ের আগেও রাসেলের আরও একজন স্ত্রী ও সন্তান ছিল। সেসব গোপন করে শান্তাকে বিয়ে করে। এসব বিষয় নিয়ে গত কয়েক দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। এই অভিমানেই শান্তা গলায় ফাঁস দিয়েছে বলে ধারণা।’ 

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা খাতুন বলেন, সকালে খবর পেয়ে দক্ষিণ কমলাপুরের চতুর্থ তলা বাসার রান্নাঘর থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহটি ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ছিল।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট