হোম > সারা দেশ > ঢাকা

অনলাইনে চ্যাটিং আসক্তি থেকে ছাত্রের ‘আত্মহত্যা’

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় ভবন থেকে পড়ে ফারহান ইসলাম ফুয়াদ (১৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি, সে অনলাইনে জাপানি নাগরিকের সঙ্গে চ্যাটিংয়ে আসক্ত ছিল। সেই থেকেই ফুয়াদ আত্মহত্যা করেছে। 

উত্তরা ১২ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কের ৩১ নম্বর ষষ্ঠতলা বাসার ছাদ থেকে আজ বুধবার সকাল ৬টার দিকে পড়ে গিয়ে আহত হয় ফুয়াদ। পরে তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা আধুনিক মেডিকেলেৎ, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল সোয়া ১০টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি উত্তরার মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। 

নিহত ওই ছাত্র কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামের মৃত শওকত ইসলাম ফাহিমের ছেলে। সে উত্তরা ১২ নম্বর সেক্টরের ওই বাসায় ছোট বোন ও মায়ের সঙ্গে বসবাস করত। 

নিহত মুরাদের মা শামীম আরা নীপা আজকের পত্রিকাকে বলেন, `ফুয়াদ অনলাইন চ্যাটিংয়ে আসক্ত ছিল। প্রায়ই একজন জাপানি নাগরিকের সঙ্গে অনলাইনে চ্যাটিংয়ে ব্যস্ত থাকত। বাথরুমে গিয়েও দীর্ঘ সময় অনলাইনে চ্যাটিং করত। তবে সে ছেলে না মেয়ে তা জানি না।'

নীপা বলেন, `গতকাল মঙ্গলবার ফুয়াদ উল্লেখ করে জাপানি নাগরিকের সঙ্গে চ্যাটিং করেছে। পরে আমি দেখতে পেয়ে জোর করে ওর সঙ্গে রাতে ছিলাম। রাতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে ভোর ৫টার দিকে উঠে ওয়াশরুমে যাবে বলে বের হয়েছিল। পরে ভবনের ছাদ থেকে সকাল ৬টার দিকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। ফুয়াদকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়ির দারোয়ান আমাদের জানান।'

নীপা বলেন, `ফুয়াদের বাবা মারা গেছেন তিন মাস আগে। জীবিত থাকা অবস্থায় আমাদের সম্পর্ক ভালো ছিল না। যার কারণে ফুয়াদ ভেঙে পড়েছিল। নিজের শরীরের বিভিন্ন অংশ নিজেই ব্লেড দিয়ে কাটাকাটি করত।'

নিহত ওই ছাত্রের দুলাভাই দেলোয়ার হোসেন বলেন, ফুয়াদের মানসিক সমস্যা ছিল, যার কারণে সে আত্মহত্যা করেছে। 

উত্তরা পশ্চিম থানার এসআই রুবেল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ছাত্র ছাদ থেকে পড়ে মারা গেছে। তার মরদেহের সুরতাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান