হোম > সারা দেশ > গোপালগঞ্জ

তথ্য প্রদানে হয়রানি নিয়ে দুই উচ্চপদস্থ কর্মকর্তাকে সতর্ক করল তথ্য কমিশন

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) মহাপরিচালক ড. মো. সলিমউল্লাহ এবং গোপালগঞ্জ ডিসি অফিসের সহকারী কমিশনার রন্টি পোদ্দারকে তথ্য প্রদানে হয়রানি ও অসহযোগিতার কারণে সতর্ক করেছে তথ্য কমিশন। একই সঙ্গে দ্রুত তথ্য সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের। 

আজ বৃহস্পতিবার তথ্য কমিশন জানিয়েছে, উল্লিখিত দুইটি বিষয় ছাড়াও ৮টি অভিযোগের শুনানি করে ৬টি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে। তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং তথ্য কমিশনার মাসুদা ভাট্টি তথ্য অধিকার আইন অনুযায়ী শুনানি গ্রহণ করে এসব আদেশ প্রদান করেছেন। 

আদেশে বলা হয়েছে, তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী, তথ্য প্রদানে বাধা এবং তথ্য যাচনাকারীকে হয়রানি করায় সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সতর্ক করেছে তথ্য কমিশন বাংলাদেশ। এ ছাড়া আবেদনকারীর চাহিত তথ্য ১০ কার্যদিবসের মধ্যে প্রদানের জন্য নির্দেশ দিয়েছে তথ্য কমিশন বাংলাদেশ।

তথ্য কমিশন আরও জানিয়েছে, আবেদনকারীর চাহিত তথ্য প্রদানে অসহযোগিতা করায় এবং কমিশনের নির্দেশ যথাযথ পালন না করায় গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারকে সতর্ক করেছে তথ্য কমিশন বাংলাদেশ। এ ছাড়া আবেদনকারীর চাহিত তথ্য ৭ কার্যদিবসের মধ্যে প্রদানের জন্য নির্দেশ দিয়েছে তথ্য কমিশন বাংলাদেশ।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে