হোম > সারা দেশ > ঢাকা

বংশালে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর বংশালে ছাদ থেকে পড়ে উজ্জ্বল মুন্সী (৩৫) নামে এক বিদ্যুৎমিস্ত্রি মারা গেছেন। আজ শুক্রবার সন্ধ্যায় বংশাল মুকিম বাজার কবরস্থানের পাশে একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন। 

জানা গেছে, উজ্জ্বল কামরাঙ্গীরচর বড়গ্রাম চেয়ারম্যানবাড়ি এলাকায় থাকতেন। দুই ছেলের বাবা তিনি। তাঁর বাবার নাম মৃত ইউসুফ মুন্সী। 

উজ্জ্বলকে হাসপাতালে নিয়ে যাওয়া বিল্লাল হোসেন জানান, পুরান ঢাকার সাতরৌজা এলাকায় বিল্লাল লাইটিং ডেকোরেশন নামে ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে তাঁর। নিজ প্রতিষ্ঠানেই তিনি বিদ্যুৎমিস্ত্রি হিসেবে কাজ করতেন। শুক্রবার সন্ধ্যায় বংশাল মুকিম বাজার কবরস্থানের পাশে একটি বাড়িতে ডেকোরেশনের লাইট খোলার সময় অসাবধানতাবশত পাঁচতলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, বংশাল এলাকায় একটি বাসায় ডেকোরেশনের কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে আহত হন উজ্জ্বল। সহকর্মীরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯