হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে তিন পুলিশ কর্মকর্তার সাক্ষ্য

নারায়ণগঞ্জ প্রতিনিধি

হেফাজতে ইসলামীর সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় সাক্ষ্য দিয়েছেন তিন পুলিশ কর্মকর্তা। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে এই সাক্ষ্য গ্রহণ করা হয়। এ উপলক্ষে তাঁকে আজ আদালতে হাজির করা হয়।

সাক্ষ্য প্রদানকারী কর্মকর্তারা হলেন সোনারগাঁ থানার তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) মতিউর রহমান, কর্ণ কুমার হালদার ও শেখ ফরিদ। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় আসামিপক্ষের আইনজীবী ওমর ফারুক নয়ন বলেন, মামুনুল হকের বিরুদ্ধে পুলিশের তিনজন এএসআই সাক্ষ্য দিয়েছেন। তাঁদের মধ্যে প্রথম সাক্ষী ও এএসআই শেখ ফরিদ আদালতে দাঁড়িয়ে যে সাক্ষ্য দিয়েছেন এবং তদন্তকারী কর্মকর্তার কাছে তিনি যে জবানবন্দি দিয়েছেন, সেই দুটির কোনো মিল নেই। এতেও প্রমাণ হয় এই অভিযোগ বানোয়াট ও ষড়যন্ত্রমূলক।

আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ বলেন, ধর্ষণ মামলায় মামুনুল হকের বিরুদ্ধে তিন পুলিশ কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। এখন পর্যন্ত তিন পুলিশ কর্মকর্তাসহ মোট ১৮ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ রয়্যাল রিসোর্টে তাঁর কথিত স্ত্রীর সঙ্গে অবস্থানকালে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মামুনুল হককে আটক করে। পরে হেফাজতে ইসলামের নেতা-কর্মী ও সমর্থকেরা এসে রিসোর্টে ভাঙচুর চালায় এবং তাঁকে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন কথিত সেই স্ত্রী। কিন্তু মামুনুল হকের দাবি, ওই নারী তাঁর দ্বিতীয় স্ত্রী।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক