হোম > সারা দেশ > ঢাকা

বর্জ্য না সরানোয় হাট ইজারাদারদের জামানত কেটে নেবে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শর্ত অনুযায়ী যেসব ইজারাদার কোরবানির পশুর হাটের বর্জ্য অপসারণ করেননি, তাঁদের জামানত কেটে নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। 

আজ শনিবার দুপুরে নগর ভবনে ঈদ ও ঈদ-পরবর্তী বর্জ্য অপসারণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

মিজানুর রহমান বলেন, ‘ইজারার শর্ত অনুযায়ী হাটের বর্জ্য ইজারাদারদেরই পরিষ্কার করার কথা। সে অনুযায়ী তাঁদের সঙ্গে চুক্তি করা হয়েছিল। কিন্তু হাটের বর্জ্য অপসারণ না করে এসব ইজারাদার আমাদের বিব্রতকর অবস্থায় ফেলেছেন। তাই জামানতের তাদের যে টাকা জমা আছে তা কর্তন করা হবে।’ 

বংশালসহ পুরান ঢাকার বেশ কিছু এলাকায় আজকেও পশুর বর্জ্য দেখা গেছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএসসিসির এ কর্মকর্তা বলেন, ‘এগুলো বিচ্ছিন্ন ঘটনা। তবে খবর দেওয়া হলে সঙ্গে সঙ্গে এগুলো অপসারণের ব্যবস্থা করা হবে। আমরা কাউন্সিলরদের কাছ থেকে যেসব তথ্য পেয়েছি এবং বর্জ্য মনিটরিংয়ের জন্য যে আলাদা টিম কাজ করেছে, তাদের তথ্য অনুযায়ী শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। কোরবানি-পরবর্তী খাবারের বর্জ্যও কিন্তু এখন জমা হচ্ছে। যে বর্জ্যই হোক, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তা পরিষ্কার করার ব্যবস্থা নেওয়া হবে।’ দক্ষিণ সিটিতে ৩২ হাজার কেজি ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে বলেও জানান তিনি।

এদিকে এক বিজ্ঞপ্তিতে নগর ভবন থেকে জানানো হয়েছে, আজ বেলা আড়াইটা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটিতে ১৭ হাজার ৮৬৫ দশমিক ২৬ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। মাতুয়াইল ল্যান্ডফিলে ৪ হাজার ৫২টি ট্রিপে এসব বর্জ্য অপসারণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল