হোম > সারা দেশ > ঢাকা

পদ্মা সেতুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া অংশে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একটি বাসের হেলপারসহ অন্তত আহত ২ গুরুতর হয়েছেন। আজ শনিবার বিকেল ৪টার দিকে সেতুর ১৪ ও ১৫ নম্বর পিয়ারের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের অ্যাম্বুলেন্সে করে শরীয়তপুরের নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘দুর্ঘটনার পর খবর পেয়ে বাস দুটি র‍্যাকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে। আহত যাত্রীদের শরীয়তপুরে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। গোল্ডেন লাইন পরিবহনের বাসটি পদ্মা সেতু উত্তর থানায় রয়েছে। সেতুতে এখন যান চলাচল স্বাভাবিক।’

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সেতুতে কাজ চলমান থাকায় ওয়ানওয়ে লেনে যানবাহন চলাচল করছিলো। বিকেলে গোল্ডেন লাইন নামে একটি বাস সেতু হয়ে মাওয়া থেকে শরীয়তপুরের অভিমুখে যাচ্ছিল। যাত্রীবাহী বাসটি সেতুর ১৪ নম্বর পিয়ারের এর কাছে পৌঁছালেন বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মেঘলা পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসেরই সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় গোল্ডেন লাইন পরিবহনের হেল্পার ও একজন যাত্রী আহত হয়। পরে তাদের একটি অ্যাম্বুলেন্সে করে শরীয়তপুরে নেওয়া হয় । তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু