হোম > সারা দেশ > ঢাকা

হাতিরঝিলে কিশোরীর লাফ, মধ্যরাতে লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর হাতিরঝিলে এক কিশোরী লাফ দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (২২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কিশোরী ঝিলে লাফ দেয়। খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি সদস্যরা।

জানা গেছে, ওই কিশোরীর নাম রিয়া (১৪)। সে এসএসসি পরীক্ষার্থী ছিল।

এসব তথ্য নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সুজন।

এসআই সুজন ঘটনাস্থল থেকে বলেন, ‘হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনে বাড্ডা ব্রিজ থেকে দুজন লাফ দেওয়ার খবর পেয়ে এসেছি। লাফ দেওয়া পুরুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। রাত সাড়ে ১২টার দিকে নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ১০টার কিছু পরে হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনের ব্রিজের ওপর থেকে লাফিয়ে পড়ে রিয়া। টের পেয়ে তাকে বাঁচাতে হাওয়াই মিঠাই বিক্রি করা এক হকার লাফ দেন। কিন্তু তিনি রিয়াকে খুঁজে পাননি। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে নিয়ে যায়। 

এ ঘটনায় ওই হকারসহ দুজনকে জিজ্ঞাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ে কারাগারে

মির্জাপুরে যুবলীগ নেতা ফেরদৌস গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

ফয়সালের সঙ্গে ইনকিলাব কালচারাল সেন্টারে গেছি, এতটুকুই—আদালতে কবির

আমাদের নিরাপত্তা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

হাদিকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

বিজয় দিবসে রাজাকারদের ছবিতে জুতা নিক্ষেপ করলেন জবি শিক্ষার্থীরা

জুলাই রেবেলসের দুজনকে কুপিয়ে আহতের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী আলতাফসহ গ্রেপ্তার ৩

বিজয় দিবসে ১০০ নৌকা নিয়ে জবি শিবিরের নৌ র‍্যালি

সিঙ্গাপুরে হাদির অবস্থার অবনতির পর স্থিতিশীল: ইনকিলাব মঞ্চ