হোম > সারা দেশ > ঢাকা

হাতিরঝিলে কিশোরীর লাফ, মধ্যরাতে লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর হাতিরঝিলে এক কিশোরী লাফ দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (২২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কিশোরী ঝিলে লাফ দেয়। খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি সদস্যরা।

জানা গেছে, ওই কিশোরীর নাম রিয়া (১৪)। সে এসএসসি পরীক্ষার্থী ছিল।

এসব তথ্য নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সুজন।

এসআই সুজন ঘটনাস্থল থেকে বলেন, ‘হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনে বাড্ডা ব্রিজ থেকে দুজন লাফ দেওয়ার খবর পেয়ে এসেছি। লাফ দেওয়া পুরুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। রাত সাড়ে ১২টার দিকে নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ১০টার কিছু পরে হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনের ব্রিজের ওপর থেকে লাফিয়ে পড়ে রিয়া। টের পেয়ে তাকে বাঁচাতে হাওয়াই মিঠাই বিক্রি করা এক হকার লাফ দেন। কিন্তু তিনি রিয়াকে খুঁজে পাননি। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে নিয়ে যায়। 

এ ঘটনায় ওই হকারসহ দুজনকে জিজ্ঞাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

দুই বছরের আগে ভাড়া বাড়ানো যাবে না—বাড়িওয়ালাদের ডিএনসিসির নির্দেশ

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের