মুন্সিগঞ্জ সদরের চরাঞ্চল চরকেওয়ারে অভিযান চালিয়ে একটি রান্নাঘরের আড়ায় ঝুলন্ত ব্যাগ থেকে পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে সদরের চরকেওয়ার ইউনিয়নের ফুলতলা গ্রামের আলম ঢালীর বাড়ির পরিত্যক্ত রান্নাঘর থেকে ওই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
আজ বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন কবীর। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলমের নেতৃত্বে ফুলতলা গ্রামের আলম ঢালীর বাড়ির পরিত্যক্ত রান্নাঘরে অভিযান চালায় পুলিশের একটি টিম। এ সময় রান্নাঘরের পেছনে আড়ার সঙ্গে ঝোলানো একটি ব্যাগের ভেতর লোহার তৈরি মরিচাযুক্ত সিলভার রঙের একটি পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।