হোম > সারা দেশ > গাজীপুর

দলীয় পদে থেকেই গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান থাকবেন আজমত

গাজীপুর প্রতিনিধি

পরিকল্পিত নগরায়ণ ও আধুনিক গাজীপুর গড়ে তোলার প্রত্যয় নিয়ে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (গাউক) চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন আজমত উল্লা খান। তিনি সোমবার মন্ত্রণালয়ে যোগদান করেছেন। আজ মঙ্গলবার বিকেলে তিনি গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব বুঝে নেবেন। 

আজমত উল্লা খান মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় পদে থেকেই তিনি গাউকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। 

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে পরাজয়ের ১০ দিনের মাথায় গত রোববার বিকেলে আজমত উল্লা খানকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০-এর ধারা ৭ (১) ও ৭ (২) অনুযায়ী অ্যাডভোকেট মো. আজমত উল্লা খানকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ (তিন) বছর মেয়াদে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো। 

এতে আরও বলা হয়েছে, এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। 

দলীয় সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মেয়র পদে দলীয় মনোনয়ন দিয়েছিল মহানগর আওয়ামী লীগের সভাপতি প্রবীণ ও অভিজ্ঞ রাজনীতিক আজমত উল্লা খানকে। কিন্তু নির্বাচনে দলীয় বিভাজন ও বিশ্বাসঘাতকদের কারণে নির্বাচনে হেরে যান তিনি। এ কারণে ১০ বছর ধরে পরিকল্পিত উন্নয়নবঞ্চিত গাজীপুরবাসী আর যাতে বঞ্চিত না হয়, নগরবাসীকে কাঙ্ক্ষিত মানের সেবা নিশ্চিত করতে আজমত উল্লা খানতে সরকারিভাবে দায়িত্ব দেওয়া হলো। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ক্রমবিকাশমান গাজীপুর নগরীকে একটি আধুনিক, সুপরিকল্পিত, শিল্প ও আকর্ষণীয় পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০২০ সালের ৮ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন পাস হয়। ২০২২ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নতুন এ সংস্থা গঠিত হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আদলে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের অধিভুক্ত এলাকা হচ্ছে রাজধানী ঘেঁষে তুরাগ নদের উত্তর পাশে ৩২৯.৯ বর্গকিলোমিটার আয়তনের গাজীপুর সিটি করপোরেশন এলাকা। নাগরিকদের উত্তম সেবাদানের লক্ষ্যে অধিক্ষেত্রকে গাজীপুর সিটি করপোরেশনের আটটি জোনের মধ্যে প্রতি দুটি জোন নিয়ে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের একটি জোন করা হয়েছে। এগুলো হচ্ছে, জোন এক (টঙ্গী-পুবাইল), জোন দুই (গাছা-জয়দেবপুর), জোন তিন (কাউলতিয়া-বাসন) এবং জোন চার (কোনাবাড়ী-কাশিমপুর)। 

এ বিষয়ে আজমত উল্লা খান বলেন, আমি সোমবার মন্ত্রণালয়ে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছি। আমার সঙ্গে সরকারের চুক্তি সম্পাদন হয়ে গেছে। 

আজমত উল্লা খানকে গাউকের চেয়ারম্যান নিয়োগ করার পর বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দেয়, তিনি দলীয় পদে থাকতে পারবেন কি না। এসংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দলীয় পদে থেকেই আমি গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করব।’

আজমত উল্লা আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ২৮ মার্চ সাক্ষাৎ করার সময় তিনি আমাকে সান্ত্বনা দিয়েছেন। আমার কারণে নির্বাচনে পরাজয় হয়েছে, এমনটি তিনি মনে করেন না। তিনি আমাকে বিশ্বাসঘাতকদের চিহ্নিত করে সৎ ও ত্যাগী নেতাদের নিয়ে দল পুনর্গঠনের নির্দেশ দিয়েছেন। তিনি আমাকে যখন যে দায়িত্ব দিয়েছেন, আমি তা সৎভাবে পালন করেছি। তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি তা পবিত্র আমানত মনে করে সঠিকভাবে পালন করব।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির