হোম > সারা দেশ > ঢাকা

মাতুয়াইলে পুলিশ-বিএনপি সংঘর্ষ: তিন মামলায় বিএনপির ৩৮৭ নেতা-কর্মীর নাম 

শ্যামপুর–কদমতলী, প্রতিনিধি

যাত্রাবাড়ী ও কদমতলী থানায় বিএনপির ৩৮৭ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

গতকাল শনিবার ঢাকার সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচির সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মাতুয়াইলে পুলিশের সংঘর্ষের ঘটনায় পৃথক তিন মামলায় তাঁদের আসামি করা হয়।

এসব মামলায় এখন পর্যন্ত যাত্রাবাড়ী থানায় ১৮ জন ও কদমতলী থানায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম এবং কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয়  কুমার সাহা এসব তথ্য নিশ্চিত করেন। 

যাত্রাবাড়ী থানার ওসি মফিজুল আলম বলেন, দাঙ্গা-হাঙ্গামা ও সহিংসতার ঘটনায় পৃথক দুটি মামলায় এজাহারনামীয় ২১৭ জনসহ অজ্ঞাত আরও অনেক আসামি রয়েছে। আরও মামলা প্রক্রিয়াধীন।

কদমতলী থানার ওসি প্রলয় কুমার সাহা বলেন, সহিংসতার ঘটনায় এজাহার নামীয় ৭০ জনসহ অনেকের বিরুদ্ধে মামলা করা হয়। 

গতকাল বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে মাতুয়াইলে সতর্ক অবস্থান নেয় পুলিশ। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তিনটি বাসে অগ্নিসংযোগ করা হয়।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির