হোম > সারা দেশ > ঢাকা

জাতীয় মানবকল্যাণ পদক পাচ্ছে পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২১ সালের জাতীয় মানবকল্যাণ পদক পাচ্ছে পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠান। আর ২০২০ সালে পুরস্কার পেয়েছে তিন ব্যক্তি ও প্রতিষ্ঠান। সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

 সমাজকল্যাণ মন্ত্রী জানান, বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীত নারীদের কল্যাণ ও পুনর্বাসনে অবদানের জন্য বিশ্ব মানবসেবা সংঘ, প্রান্তিক অগ্রসর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা আত্মনির্ভরশীলকরণ ও কর্মসংস্থান সৃষ্টির জন্য বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী, প্রতিবন্ধী ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে জীবনমান উন্নয়ন কর্মসংস্থান ইনক্লুসিভ শিক্ষা বাস্তবায়ন ও সামাজিক সুরক্ষায় উল্লেখযোগ্য অবদানের জন্য এসপায়ার টু ইনোভেট, সুবিধাবঞ্চিত আইনের সংস্পর্শে আসা শিশু আইনের সহিত সংঘাতে জড়িত শিশু কারামুক্ত কয়েদি, ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তিদের কল্যাণ উন্নয়ন একত্রীকরণের জন্য আকবরিয়া লিমিটেড এবং মানুষের মেধা ও মননের বিকাশে জীবনমান পরিবেশ উন্নয়ন, সমাজবদ্ধ মানুষের শারীরিক মানসিক স্বাস্থ্যের উন্নয়ন, মানবকল্যাণ ও মানবতাবাদের সমাজ ও রাষ্ট্রকে ইতিবাচক প্রভাবিত করার কার্যক্রমের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন পুরস্কারে ভূষিত হয়েছে। 

২০২০ সালে প্রান্তিক অগ্রসর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী গোষ্ঠীর সামাজিক সুরক্ষা আত্মনির্ভরশীলকরণের জন্য আব্দুল জব্বার জলিল প্রতিবন্ধী ও নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে অবদানের জন্য বীর মুক্তিযুদ্ধা মামুন সরকার ও মানবকল্যাণে অবদানের জন্য জেলা প্রশাসক খুলনা পুরস্কারে ভূষিত হয়েছে। 

আগামীকাল সোমবার মানবকল্যাণ পুরস্কারে মনোনীত ব্যক্তিদের মধ্যে ট্রফি ও নগদ টাকা বিতরণ করা হবে। মনোনীত ব্যক্তি ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম স্বর্ণ দিয়ে নির্মিত একটি পদক, ২ লাখ টাকা এবং প্রধানমন্ত্রী স্বাক্ষরিত একটি সম্মাননা সনদ পাবেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির