রাজধানীর শাহজাহানপুরে আমতলা এলাকায় আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরও চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এই তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে আওয়ামী লীগ নেতা টিপু হত্যার পরিকল্পনাকারী ও হত্যার আগে তাঁকে অনুসরণকারীরা রয়েছে। তবে গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় কিছু প্রকাশ করা হয় নি।
এ নিয়ে আজ শনিবার সকাল সাড়ে ১১টায় কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফ করে বিস্তারিত জানানো হবে।
গত ২৩ মার্চ রাত পৌনে ১০টার দিকে শাজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনের দিকে টিপুর গাড়ি লক্ষ্য করে হেলমেট পরা দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি করে। গুলিতে টিপু ও রিকশারোহী রাজধানীর বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী নিহত হন এবং টিপুর গাড়িচালক মুন্না আহত হন।
পরে বগুড়া শহরের উপকণ্ঠ চারমাথা বাস টার্মিনাল এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে খাজা আবাসিক হোটেল থেকে এই হত্যাকাণ্ডের মূল হোতা শুটার মাসুমকে গ্রেপ্তার করা হয়।