হোম > সারা দেশ > ঢাকা

নটর ডেমের শিক্ষার্থী নিহতের ঘটনায় রাস্তায় শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় গুলিস্তান শপিং কমপ্লেক্স মোড়ে সমাবেশ করছে নটর ডেমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ বুধবার বিকেল সোয়া ৩টার দিকে তারা মতিঝিল, গুলিস্তান সড়কে অবরোধ করে। 

সমাবেশে তিন দফা দাবি দিয়েছে শিক্ষার্থীরা। দবিগুলো হচ্ছে- ঘাতক চালকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, নিহত শিক্ষার্থীর পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস কার্যকর। 

আজ বুধবার দুপুর সাড়ে ১১টায় গুলিস্থান শপিং কমপ্লেক্সের সামনে সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন। 

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন মিয়া বলেন, 'আমরা এরই মধ্যে চালককে গ্রেপ্তার করেছি। ছাত্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এটি শেষ হলে আমরা মামলা এবং অন্যান্য কার্যক্রম শুরু করব।' 

নটর ডেম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান আরমান বলেন, 'গ্রেপ্তার বা আইন করে সড়কে মৃত্যু থামানো যাবে না। এর জন্য সড়কে আইনের যথাযথ প্রয়োগ দরকার। সরকার প্রায়ই আইন করে কিন্তু সেই আইনের প্রয়োগ দেখি না।' 

সমাবেশ শেষে গুলিস্তান থেকে পল্টন, দৈনিক বাংলা, মতিঝিল হয়ে নটর ডেম কলেজ পর্যন্ত বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট