হোম > সারা দেশ > ঢাকা

সাভারে নীলা হত্যা মামলা: সাক্ষ্য দিলেন নিহতের এক আত্মীয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাভারের শিক্ষার্থী নীলা হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী ১১ জুলাই। আজ রোববার ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এই তারিখ ধার্য করেন।

নিহত নীলার আত্মীয় পবিত্র মণ্ডল আজ আদালতে সাক্ষ্য দেন। পবিত্র মণ্ডল নীলার মায়ের মামা। আসামি পক্ষ তাঁকে জেরা করার পর আদালত নতুন সাক্ষীর জন্য পরবর্তী দিন ধার্য করেন।
এর আগে নীলার বাবা ও মামলার বাদী নারায়ণ রায় ও নীলার ভাই অলক রায় এই মামলায় সাক্ষ্য দেন। 

এই মামলার আসামিরা হলেন মিজানুর রহমান চৌধুরী ও তাঁর সহযোগী সেলিম পাহলান ও সাকিব হোসেন। মিজান কারাগারে আছেন। অপর দুজন জামিনে আছেন।

২০২১ সালের ২৮ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) নির্মল কুমার দাস ১৩ জনকে সাক্ষী করে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার এজাহারে বলা হয়, ২০২০ সালের ২০ সেপ্টেম্বর রাতে হাসপাতাল থেকে ফেরার পথে নীলা রায় ও তাঁর ভাই অলক রায়ের পথরোধ করেন বখাটে মিজানুর রহমান। পরে তাঁর ভাইয়ের কাছ থেকে নীলাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে গিয়ে কাছেই তার নিজ পরিত্যক্ত বাড়ির একটি কক্ষে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ওই রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নীলাকে মৃত ঘোষণা করেন।

এ হত্যাকাণ্ডের পরদিন ২১ সেপ্টেম্বর নীলার বাবা নারায়ণ রায় বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেন। এতে প্রধান আসামি করা হয় মিজানুর রহমানকে।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার