হোম > সারা দেশ > ঢাকা

সাগর-রুনি হত্যাকাণ্ড: সাংবাদিকদের ক্ষোভ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের এক দশক পেরিয়ে গেলেও মামলার কোনো কূলকিনারা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকেরা। এ ব্যাপারে অতি দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।

আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাগর-রুনি হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশে এ ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক সমাজ।

সাংবাদিকনেতারা বলেন, এমন স্পর্শকাতর একটা হত্যাকাণ্ডের তদন্ত শেষ না হওয়া হতাশাজনক। মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় বারবার পেছানোয় সাংবাদিক সমাজ ক্ষুব্ধ বলেও জানান তাঁরা। অবিলম্বে তদন্ত শেষ করে মামলার রায় দেওয়ার আহ্বান জানান সাংবাদিকনেতারা।

সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, ‘সাংবাদিক পেশার দুজন মানুষকে এক দশক আগে হত্যা করা হয়েছে। তাঁদের হত্যাকারীদের প্রশাসন এখনো গ্রেপ্তার না করায় ক্ষোভ জানাচ্ছি। আদালত যদি এ বিচারের দিকে সুদৃষ্টি দেন, তবে সারা দেশের মানুষের প্রত্যাশা—বিচার দ্রুত শেষ হবে।’

সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, ‘২০১২ সালের এ দিনে সাগর সরওয়ার ও মেহেরুন রুনি খুন হন। ওই বছর আমাদের প্রতিবাদের বছর ছিল। সারা দেশে দলমত-নির্বিশেষে যে ঐক্য গড়ে উঠেছিল সেটির কেন্দ্রবিন্দুতে ছিল এ ডিআরইউ। কিন্তু আজ পর্যন্ত আমরা সেই বিচার পাইনি। দফায় দফায় তদন্ত প্রতিবেদনের সময় বাড়ানো হয়েছে ৮৫ বার। হয়তো কয়েক দিন পরে সেটি ১০০ পার হয়ে যাবে। সেটি না করে দ্রুত আমরা বিচার চাই।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু বলেন, ‘জনগণের ট্যাক্সের টাকায় তদন্তকারী কর্মকর্তার ভরণপোষণের খরচ আসে। সেটা নিয়ে সে যদি দায়িত্ব পালন না করে তাহলে তাঁকে বরখাস্ত করা উচিত। আমরা ১০ বছর ধরে স্মারকলিপি দিয়ে আসছি, তা কোনো কাজে আসেনি। এবার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী—সব জায়গায় স্মারকলিপি জমা দেব। সেই সঙ্গে ডেডলাইন জানতে চাইব, ঠিক কবে নাগাদ এই মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।’ আগামী রোববার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়ার কথাও জানান ডিআরইউ সভাপতি।

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ