হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ গ্রেপ্তার ১

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। গ্রেপ্তারের নাম মো. রুস্তম আলী (৩৮)। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরের টাওয়ার বিল্ডিংয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

মো. রুস্তম আলী ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ বাঘাপুর গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৬৯৬ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার ও ৩৫৫ গ্রাম ওজনের স্বর্ণালংকার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের মোট ওজন ১ কেজি ৫১ গ্রাম। 

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, বিমানবন্দরের টাওয়ার বিল্ডিংয়ের সামনে রহস্যজনকভাবে ঘোরাঘুরি করতে থাকেন রুস্তম আলী। পরে এপিবিএনের গোয়েন্দা দল সাদা পোশাকে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে অপ্রাসঙ্গিক উত্তর দেয়। পরে বিমানবন্দরের এপিবিএন অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে তাঁর সঙ্গে থাকা স্বর্ণের কথা স্বীকার করে। 

তিনি বলেন, জিজ্ঞাসাবাদের পর তার সঙ্গে থাকা ব্যাগ থেকে রুস্তম নিজ হাতে ছয়টি গোল্ডবার (ওজন ৬৯৬) এবং ৩৫৫ গ্রাম স্বর্ণালংকার বের করে দেন। এ সময় তিনি এসব স্বর্ণের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে। 

জিয়াউল হক বলেন, পবিত্র ঈদ উপলক্ষে কুচক্রী মহলের চোরাচালানের চেষ্টা নস্যাৎ করার জন্য এপিবিএন চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এপ্রিল মাসব্যাপী পরিচালিত এই বিশেষ অভিযানে এখন পর্যন্ত প্রায় ছয় কেজি স্বর্ণ, মোবাইল ফোন, মদ, কসমেটিকস এবং বিপুল পরিমাণ অন্যান্য শুল্কযোগ্য পণ্য আটক করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে।

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি