রাজধানীর খিলক্ষেতের জোহার সাহারা রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় সেনাবাহিনীর এক সার্জেন্ট নিহত হয়েছেন। শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সেনা কর্মকর্তার নাম আব্দুল জলিল (৪২)। তিনি সেনাবাহিনীর সার্জেন্ট পদে কর্মরত ছিলেন। রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ আলী আকবর শুক্রবার রাতে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সেনাবাহিনীর সার্জেন্ট আব্দুল জলিল কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. আব্দুল মতিন ও মোসা আনোয়ারা বেগমের ছেলে। তাঁর সার্জেন্ট নং-১২২২৩১৬।
আলী আকবর বলেন, ‘খিলক্ষেতের জোয়ার সাহারা এলাকায় আখাউড়াগামী তিতাস এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সেনাবাহিনীর সার্জেন্ট আব্দুল জলিল মারা গেছেন।’
বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ বলেন, এই দুর্ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।