গাজীপুরের টঙ্গী মাজার বস্তিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
আজ শনিবার ভোররাত ৩টা ৫৫ মিনিটে আগুন লাগে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা স্টেশন অফিসার মো. রায়হান।
স্টেশন অফিসার মো. রায়হান বলেন, আগুন লাগার সংবাদ পাওয়া গেছে ৩ টা ৫৫ মিনিটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে সোয়া চারটার দিকে।
মো. রায়হান বলেন, আগুনের অবস্থা ভয়াবহ। তবে এখান পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা পাওয়া যায়নি। এ ছাড়া আগুন লাগার কারণও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।