হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরে জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর একাংশের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই তা বাতিলের দাবিতে প্রতিদিনই বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে দলটির একটি পক্ষ।

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সন্ধ্যার পরে আবারও মশাল মিছিল করেছে জেলা ছাত্রদলের একাংশ।

শরীয়তপুর সরকারি কলেজ থেকে মশাল মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের পদপ্রত্যাশী আফজাল খান, আতিকুর রহমান খান, পান্থ তালুকদার, বাবু মাদবর, ইসহাক সরদার ও ইমাম মোল্লা।

শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর একাংশের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

বক্তারা বলেন, ৩ জুন কেন্দ্র থেকে শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। যে কমিটিতে জাকির হোসেন হাওলাদারকে আহ্বায়ক করা হয়েছে। জাকির হোসেন হাওলাদার আওয়ামী লীগ পরিবারের লোক। তাঁর পরিবারের এবং বংশের সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

তবে জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম জাকির হোসেন বলেন, কেন্দ্রীয় ছাত্রদল যাচাই-বাছাই করে শরীয়তপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন