গাজীপুরর শ্রীপুর রেলওয়ে স্টেশনের কাটাপুল সংলগ্ন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তাঁর সঙ্গে থাকা শিশুকন্যা গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা নিশ্চিত করা যায়নি। এলাকাবাসীর দাবি, শিশুসন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ওই নারী।
আজ বুধবার সকাল ৭টার দিক ওই ঘটনা ঘটে। শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার আজকের পত্রিকাকে বলেন, ট্রেনের নিচে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত শিশু ও নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি।
স্টেশন মাস্টার আরও জানান, সকাল ৭টার দিকে রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে কাটাপুল নামক স্থানে ট্রেনের নিচে কাটা পড়ে সন্তানসহ এক নারীর মৃত্যুর খবর পাওয়া যায়। এত ঘটনাস্থলে ট্রেনের নিচে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে মারা যান ওই নারী। তার সঙ্গে থাকা শিশুসন্তানকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে এটা আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদা জানান, শিশুটির হাত থেকে মাংস খুলে এসেছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।