হোম > সারা দেশ > ঢাকা

দুই শিশুকে নিয়ে জাপান যেতে আপিল বিভাগে মায়ের আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রীষ্মকালীন ছুটি কাটাতে শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে সঙ্গে নিয়ে জাপান ভ্রমণের অনুমতি চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন তাদের মা নাকানো এরিকো। আজ মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয় বলে জানান অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির। 

শিশির মনির বলেন, জাপানে শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনার ছোট বোন ও নানা-নানি রয়েছে। তাই শিশুদের নিয়ে তাদের মা জাপানে ঘুরে আসতে চান।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ঢাকার পারিবারিক আদালতে থাকা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই শিশু তাদের জাপানি মা নাকানো এরিকোর কাছে থাকবে বলে রায় দেন আপিল বিভাগ। তবে বাবা ইমরান শরীফ শিশুদের সঙ্গে দেখা করতে পারবে বলে রায়ে বলা হয়। পাশাপাশি এ বিষয়ে দেওয়া হাইকোর্টের রায় বাতিল করে দেন আপিল বিভাগ। এ ছাড়া শিশুদের দেশের বাইরে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয় ৷ 

এদিকে আদালতের আদেশ অমান্য করে শিশুদের বাড়ির বাইরে ঘুরতে যাওয়ায় বাবা ইমরান শরীফের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছেন মা নাকানো এরিকো। গতকাল আপিল বিভাগে ওই আবেদন করা হয়।

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট