হোম > সারা দেশ > ঢাকা

সাভারে এসি ল্যান্ডের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ইউএনওর কার্যালয়েও তালা

নিজস্ব প্রতিবেদক, সাভার

এসিল্যান্ডের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে যুবকদের অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগ তুলে সাভার উপজেলা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এস এম রাসেল ইসলাম নূরের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। আজ রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে একদল যুবক এই দাবি জানান।

রাত পৌনে ১০টার দিকে তাঁরা ইউএনও ও ভূমি কর্মকর্তার কার্যালয় তালা দেন। শিক্ষার্থীরা এস এম রাসেল ইসলাম নূরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে তাঁর পদত্যাগ এবং দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এক যুবক রাফসান বলেন, ‘এস এম রাসেল ইসলাম নূর গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত। আমরা দেখেছি, তিনি ঢাকা-আরিচা মহাসড়কে হত্যাযজ্ঞে নেতৃত্ব দিয়েছেন। তাঁকে পদত্যাগ করতেই হবে।’

আরেক যুবক সৌরভ বলেন, ‘অপরাধীর বদলি কোনো শাস্তি নয়। আমরা চাই তিনি এখানে এসে পদত্যাগ করবেন এবং পুলিশ তাঁকে গ্রেপ্তার করবে। তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

সাভার থানার পরিদর্শক (তদন্ত) মো. আশিক ইকবাল বলেন, ‘বিক্ষোভের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন। তবে তারা তাদের দাবিতে অনড়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

ইউএনওর কার্যালয়ের সামনে যুবকদের অবস্থান। ছবি: আজকের পত্রিকা

এ ব্যাপারে সাভার ইউএনও আবু বকর সিদ্দিকের মোবাইলে ফোন দেওয়া হলে আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফোন ধরে বলেন, ‘ইউএনও স্যার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন। তিনি পরে কথা বলবেন।’

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল