চট্টগ্রামের কর্ণফুলী টানেল সংযোগ সড়কের অধিগ্রহণ করা ভূমিতে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। আজ বুধবার সকালে উপজেলার কালাবিবি দিঘির মোড় এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ এবং সওজের উপবিভাগীয় প্রকৌশলী নোমান পারভেজ। এ সময় ২০টি দোকানঘর গুঁড়িয়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অবৈধ এসব দখলদারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
জানা গেছে, সড়ক বিভাগের অধীনে কর্ণফুলীর শিকলবাহা ওয়াইজংশন ক্রসিং থেকে আনোয়ারা কালাবিবি দিঘির মোড় পর্যন্ত মহাসড়কের অধিগ্রহণ করা ভূমিতে অবৈধভাবে দোকানপাট ও স্থাপনা নির্মাণ করা হয়। দখলদারদের একাধিকবার এসব স্থাপনা অপসারণের জন্য লিখিত ও মৌখিকভাবে বলা হলেও কোনো কাজ হয়নি। আজ বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে ২০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।