হোম > সারা দেশ > টাঙ্গাইল

রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত শাহিনের বাড়িতে আহাজারি 

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সৌদি আরবের রিয়াদে এক অগ্নিকাণ্ডে নিহত শাহিন মিয়ার (৪৭) টাঙ্গাইলের সখীপুরের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি।

গত ২৭ ডিসেম্বর স্থানীয় সময় রাত ১১টার দিকে রিয়াদের আল-আরবি গ্রুপের আল-মাজাল ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আরও তিন বাংলাদেশি নিহত হয়েছেন। শাহিন মিয়া টাঙ্গাইলের সখীপুর উপজেলার শ্রীপুর চটানপাড়া গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা গেছে, চার বছর আগে শাহিন সৌদি আরব যান। সেখানে তিনি আল-আরবি গ্রুপের আল-মাজাল কোম্পানিতে কাজ করতেন। গত ২৭ ডিসেম্বর হঠাৎ শাহিনের মৃত্যুর খবরে পরিবারটিতে শোকের ছায়া নেমে আসে।

আজ শুক্রবার সরেজমিনে দেখা গেছে, শাহিনের মা-বাবা, ভাইবোন ও স্ত্রী, সন্তানসহ স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে। স্ত্রী ছাহেরা আক্তার স্বামীর মৃত্যু শোকে বারবার মূর্ছা যাচ্ছেন।

এ নিয়ে শাহিনের বাবা জোয়াহের আলী বলেন, ‘ছেলে হারানোর কষ্ট কাউকে বোঝাতে পারব না। এখন একটাই চাওয়া, ছেলের মরদেহটি যেন দেখতে পাই।’

এ নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম বলেন, ‘আমি খোঁজ খবর নিচ্ছি। মরদেহটি দেশে ফিরিয়ে আনতে পরিবারটিকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন