হোম > সারা দেশ > টাঙ্গাইল

রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত শাহিনের বাড়িতে আহাজারি 

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সৌদি আরবের রিয়াদে এক অগ্নিকাণ্ডে নিহত শাহিন মিয়ার (৪৭) টাঙ্গাইলের সখীপুরের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি।

গত ২৭ ডিসেম্বর স্থানীয় সময় রাত ১১টার দিকে রিয়াদের আল-আরবি গ্রুপের আল-মাজাল ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আরও তিন বাংলাদেশি নিহত হয়েছেন। শাহিন মিয়া টাঙ্গাইলের সখীপুর উপজেলার শ্রীপুর চটানপাড়া গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা গেছে, চার বছর আগে শাহিন সৌদি আরব যান। সেখানে তিনি আল-আরবি গ্রুপের আল-মাজাল কোম্পানিতে কাজ করতেন। গত ২৭ ডিসেম্বর হঠাৎ শাহিনের মৃত্যুর খবরে পরিবারটিতে শোকের ছায়া নেমে আসে।

আজ শুক্রবার সরেজমিনে দেখা গেছে, শাহিনের মা-বাবা, ভাইবোন ও স্ত্রী, সন্তানসহ স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে। স্ত্রী ছাহেরা আক্তার স্বামীর মৃত্যু শোকে বারবার মূর্ছা যাচ্ছেন।

এ নিয়ে শাহিনের বাবা জোয়াহের আলী বলেন, ‘ছেলে হারানোর কষ্ট কাউকে বোঝাতে পারব না। এখন একটাই চাওয়া, ছেলের মরদেহটি যেন দেখতে পাই।’

এ নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম বলেন, ‘আমি খোঁজ খবর নিচ্ছি। মরদেহটি দেশে ফিরিয়ে আনতে পরিবারটিকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব