সৌদি আরবের রিয়াদে এক অগ্নিকাণ্ডে নিহত শাহিন মিয়ার (৪৭) টাঙ্গাইলের সখীপুরের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি।
গত ২৭ ডিসেম্বর স্থানীয় সময় রাত ১১টার দিকে রিয়াদের আল-আরবি গ্রুপের আল-মাজাল ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আরও তিন বাংলাদেশি নিহত হয়েছেন। শাহিন মিয়া টাঙ্গাইলের সখীপুর উপজেলার শ্রীপুর চটানপাড়া গ্রামের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গেছে, চার বছর আগে শাহিন সৌদি আরব যান। সেখানে তিনি আল-আরবি গ্রুপের আল-মাজাল কোম্পানিতে কাজ করতেন। গত ২৭ ডিসেম্বর হঠাৎ শাহিনের মৃত্যুর খবরে পরিবারটিতে শোকের ছায়া নেমে আসে।
আজ শুক্রবার সরেজমিনে দেখা গেছে, শাহিনের মা-বাবা, ভাইবোন ও স্ত্রী, সন্তানসহ স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে। স্ত্রী ছাহেরা আক্তার স্বামীর মৃত্যু শোকে বারবার মূর্ছা যাচ্ছেন।
এ নিয়ে শাহিনের বাবা জোয়াহের আলী বলেন, ‘ছেলে হারানোর কষ্ট কাউকে বোঝাতে পারব না। এখন একটাই চাওয়া, ছেলের মরদেহটি যেন দেখতে পাই।’
এ নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম বলেন, ‘আমি খোঁজ খবর নিচ্ছি। মরদেহটি দেশে ফিরিয়ে আনতে পরিবারটিকে সব ধরনের সহযোগিতা করা হবে।’