হোম > সারা দেশ > ঢাকা

২০ বছরে কারা ও পুলিশ হেফাজতে মৃত্যুর সংখ্যা কত, জানতে চান হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে গত ২০ বছরে কারা ও পুলিশ হেফাজতে কতজন মৃত্যুবরণ করেছেন, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) করা এ–সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ ১০ জুন রুলসহ এ আদেশ দেন। 

আজ বৃহস্পতিবার আদেশের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন রিট আবেদনকারী পক্ষের আইনজীবী সৈয়দা নাসরিন। তিনি বলেন, দেশে গত ২০ বছরে কারা ও পুলিশ হেফাজতে কতজন মৃত্যুবরণ করেছেন, তা জানতে চেয়েছেন আদালত। সেই সঙ্গে রুবেল দের মৃত্যুর অভিযোগের বিচারিক অনুসন্ধান করতে ও তাঁর পরিবারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না—সে বিষয়ে রুল জারি করেছেন। 

এর আগে ‘চট্টগ্রাম কারাগারে হাজতির অস্বাভাবিক মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের’ শিরোনামে গত ৬ ফেব্রুয়ারি একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই হাজতির নাম রুবেল দে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন দেখে স্বজনেরা কারাগারে নির্যাতনের অভিযোগ করেছেন। পরে এই বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে আইন ও সালিশ কেন্দ্র (আসক) রিট করে। 

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা নাসরিন। সঙ্গে ছিলেন আইনজীবী মো. শাহীনুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০ বছরে কারা ও পুলিশ হেফাজতে কতজন মৃত্যুবরণ করেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবকে ছয় মাসের মধ্যে এই বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ