হোম > সারা দেশ > ঢাকা

২০ বছরে কারা ও পুলিশ হেফাজতে মৃত্যুর সংখ্যা কত, জানতে চান হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে গত ২০ বছরে কারা ও পুলিশ হেফাজতে কতজন মৃত্যুবরণ করেছেন, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) করা এ–সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ ১০ জুন রুলসহ এ আদেশ দেন। 

আজ বৃহস্পতিবার আদেশের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন রিট আবেদনকারী পক্ষের আইনজীবী সৈয়দা নাসরিন। তিনি বলেন, দেশে গত ২০ বছরে কারা ও পুলিশ হেফাজতে কতজন মৃত্যুবরণ করেছেন, তা জানতে চেয়েছেন আদালত। সেই সঙ্গে রুবেল দের মৃত্যুর অভিযোগের বিচারিক অনুসন্ধান করতে ও তাঁর পরিবারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না—সে বিষয়ে রুল জারি করেছেন। 

এর আগে ‘চট্টগ্রাম কারাগারে হাজতির অস্বাভাবিক মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের’ শিরোনামে গত ৬ ফেব্রুয়ারি একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই হাজতির নাম রুবেল দে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন দেখে স্বজনেরা কারাগারে নির্যাতনের অভিযোগ করেছেন। পরে এই বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে আইন ও সালিশ কেন্দ্র (আসক) রিট করে। 

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা নাসরিন। সঙ্গে ছিলেন আইনজীবী মো. শাহীনুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০ বছরে কারা ও পুলিশ হেফাজতে কতজন মৃত্যুবরণ করেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবকে ছয় মাসের মধ্যে এই বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার