গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগর পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
আজ রোববার দুপুরে তাঁকে ওই থানা থেকে প্রত্যাহার করা হয়। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গাজীপুর মহানগর পুলিশ গঠন হওয়ার পর থেকে প্রায় চার বছর ধরে ইসমাইল হোসেন গাছা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
পুলিশ কমিশনার বলেন, ‘তাঁকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করে আজ দুপুরে গাজীপুর মহানগর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।’