হোম > সারা দেশ > ঢাকা

হাজারীবাগে কাভার্ড ভ্যানের ধাক্কায় নারী নিহত 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর হাজারীবাগ বউবাজার এলাকায় কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের ধাক্কায় শিল্পী বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে হাজারীবাগ বউবাজার বেড়িবাঁধে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন। 

নিহতের ছেলে মো. রাব্বী হাওলাদার জানান, তাঁদের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলার নর সিংহলপট্টি গ্রামে। বর্তমানে হাজারীবাগ বউবাজার বালুমাঠ এলাকায় ভাড়া থাকেন। তাঁর মা শিল্পী বেগম বাসা-বাড়িতে ঝিয়ের কাজ করতেন। 

রাব্বী হাওলাদার আরও জানান, তাঁর বাবা আল আমিন হাওলাদার রিকশাচালক। ঘটনার সময় তাঁর মা শিল্পী বেগম অন্য বাসায় কাজের উদ্দেশ্যে বের হন। বেড়িবাঁধে রাস্তা পার হওয়ার সময় একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। জানতে পেরে হাজারীবাগ পুলিশের সহায়তায় হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। 

হাজারীবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাজ্জাদুর রহমান জানান, বউবাজার বেড়িবাঁধে রাস্তা পার হচ্ছিল ওই নারী। এ সময় ‘এজেআর’ কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। খবর পেয়ে আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে নিয়ে আসলে মারা যান। ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত