হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে শিক্ষার্থী ধর্ষণ ও শিশু ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ২

গাজীপুর প্রতিনিধি

ধর্ষণ ও ধর্ষণচেষ্টার পৃথক ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় এক কলেজশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। একই এলাকায় স্টুডিওতে ছবি তুলতে গিয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকেও ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। পৃথক ঘটনায় থানায় দুটি মামলা করা হয়েছে। ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত শনি ও রোববার এ ঘটনাগুলো ঘটে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ বলেন, এক কলেজশিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আজ সোমবার নজরুল ইসলাম (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নজরুল একটি মার্কেটে নিরাপত্তাকর্মীর কাজ করতেন।

ধর্ষণ ও ধর্ষণচেষ্টার পৃথক ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

রোববার রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর করা মামলার এজাহারে জানা গেছে, শনিবার ভোরে জরুরি প্রয়োজনে গ্রামের বাড়ির উদ্দেশে বের হন তিনি। একপর্যায়ে অভিযুক্ত নজরুল জোর করে তাঁকে একটি গলির মধ্যে নিয়ে ধর্ষণ করেন।

অন্যদিকে রোববার সন্ধ্যায় বাসন থানা এলাকায় একটি স্টুডিওতে ছবি তুলতে যাওয়া পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ ঘটনায় স্টুডিওর কর্মচারী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুর বাবা বাসন থানায় মামলা করেছেন।

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

শরীয়তপুরে ব্যবসায়ীর শরীরে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৩

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি

পেঁপে ভাজি খাইয়ে অজ্ঞান করে বাসায় চুরি, রাজধানীতে গৃহকর্মীসহ গ্রেপ্তার ২

মোবাইল ব্যবসায়ীদের লাঠিপেটা করে সড়ক থেকে সরিয়ে দিল পুলিশ