হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে শিক্ষার্থী ধর্ষণ ও শিশু ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ২

গাজীপুর প্রতিনিধি

ধর্ষণ ও ধর্ষণচেষ্টার পৃথক ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় এক কলেজশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। একই এলাকায় স্টুডিওতে ছবি তুলতে গিয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকেও ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। পৃথক ঘটনায় থানায় দুটি মামলা করা হয়েছে। ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত শনি ও রোববার এ ঘটনাগুলো ঘটে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ বলেন, এক কলেজশিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আজ সোমবার নজরুল ইসলাম (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নজরুল একটি মার্কেটে নিরাপত্তাকর্মীর কাজ করতেন।

ধর্ষণ ও ধর্ষণচেষ্টার পৃথক ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

রোববার রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর করা মামলার এজাহারে জানা গেছে, শনিবার ভোরে জরুরি প্রয়োজনে গ্রামের বাড়ির উদ্দেশে বের হন তিনি। একপর্যায়ে অভিযুক্ত নজরুল জোর করে তাঁকে একটি গলির মধ্যে নিয়ে ধর্ষণ করেন।

অন্যদিকে রোববার সন্ধ্যায় বাসন থানা এলাকায় একটি স্টুডিওতে ছবি তুলতে যাওয়া পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ ঘটনায় স্টুডিওর কর্মচারী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুর বাবা বাসন থানায় মামলা করেছেন।

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা