হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় বজ্রপাতে নিহত ২

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় বজ্রপাতে দুই যুবক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে আহাদ মিয়া (২১) এবং একই গ্রামের বাছেদ মিয়ার ছেলে রানা মিয়া (২০)। এ সময় গুরুতর আহত হয়েছেন একই গ্রামের নাছির উদ্দিনের ছেলে শিমন মিয়া (২০)। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক গাজী সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, বজ্রপাতের ঘটনায় দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। শিমন নামের একজনকে আহত অবস্থায় আনা হলে সদর হাসপাতালে পাঠানো করা হয়। 

স্থানীয়রা জানান, দুপুরে বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিন যুবক বৃষ্টিতে ভিজে গাছ থেকে আম পেড়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতে তিনজন আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক তাঁদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহাদ ও রানা নামে দুজনকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহতাবস্থায় একই গ্রামের নাশু মিয়ার ছেলে শিমন আহমেদকে (২০) উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। 

নিহত আহাদ মিয়ার পিতা জালাল উদ্দিন বলেন, ‘আমার ছেলে ঢাকায় আমার মেয়ে জামাইয়ের কারখানায় চাকরি করত। ঈদের ছুটিতে বাড়িতে আসে। আজ দুপুরে বন্ধুদের সঙ্গে সে ঝালমুড়ি খেতে বাড়ি থেকে বের হয়। পরে খবর পাই বজ্রপাতে সে ও তার এক বন্ধু মারা গেছে।’ 

নিহত রানার বড় ভাই রুবেল মিয়া বলেন, ‘আমার ভাই ঢাকায় চাকরি করত। বাড়িতে এসে বন্ধুদের সঙ্গে ঝালমুড়ি খেতে গিয়েছিল। পরে বজ্রপাতে সে ও তার বন্ধু আহাদ মারা যায়। তার আরেক বন্ধুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’ 

রায়পুরা থানার উপপরিদর্শক ফয়সাল আহমেদ নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকে পত্রিকাকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে প্রাথমিকভাবে কাজ শুরু করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার