হোম > সারা দেশ > গাজীপুর

কাপাসিয়ায় যুবলীগ নেতাকে ধরে পুলিশে দিল জনতা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি 

গ্রেপ্তার আব্দুল গাফফার। ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় যুবলীগের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে চাঁদপুর বাজার থেকে তাঁকে আটক করা হয়। পরে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আব্দুল গাফফার (৪৮) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নাজাই গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। তিনি দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি।

উপজেলা যুবদলের সদস্যসচিব জুনায়েদ হোসেন লিয়ন গত ১৭ সেপ্টেম্বর বাদী হয়ে কাপাসিয়া থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন। এই মামলায় সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমিকে প্রধান আসামি করে ৬১ জনের নামে মামলা করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল গাফফারকে সেই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, গতকাল শনিবার রাতে উপজেলা চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর বাজার থেকে জনতা তাঁকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে ওই যুবলীগ নেতাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আজ রোববার দুপুরে ওই যুবলীগ নেতাকে যুবদলের নেতার করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ