হোম > সারা দেশ > গাজীপুর

কাপাসিয়ায় যুবলীগ নেতাকে ধরে পুলিশে দিল জনতা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি 

গ্রেপ্তার আব্দুল গাফফার। ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় যুবলীগের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে চাঁদপুর বাজার থেকে তাঁকে আটক করা হয়। পরে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আব্দুল গাফফার (৪৮) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নাজাই গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। তিনি দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি।

উপজেলা যুবদলের সদস্যসচিব জুনায়েদ হোসেন লিয়ন গত ১৭ সেপ্টেম্বর বাদী হয়ে কাপাসিয়া থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন। এই মামলায় সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমিকে প্রধান আসামি করে ৬১ জনের নামে মামলা করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল গাফফারকে সেই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, গতকাল শনিবার রাতে উপজেলা চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর বাজার থেকে জনতা তাঁকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে ওই যুবলীগ নেতাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আজ রোববার দুপুরে ওই যুবলীগ নেতাকে যুবদলের নেতার করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল