হোম > সারা দেশ > গাজীপুর

কাপাসিয়ায় যুবলীগ নেতাকে ধরে পুলিশে দিল জনতা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি 

গ্রেপ্তার আব্দুল গাফফার। ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় যুবলীগের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে চাঁদপুর বাজার থেকে তাঁকে আটক করা হয়। পরে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আব্দুল গাফফার (৪৮) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নাজাই গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। তিনি দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি।

উপজেলা যুবদলের সদস্যসচিব জুনায়েদ হোসেন লিয়ন গত ১৭ সেপ্টেম্বর বাদী হয়ে কাপাসিয়া থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন। এই মামলায় সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমিকে প্রধান আসামি করে ৬১ জনের নামে মামলা করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল গাফফারকে সেই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, গতকাল শনিবার রাতে উপজেলা চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর বাজার থেকে জনতা তাঁকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে ওই যুবলীগ নেতাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আজ রোববার দুপুরে ওই যুবলীগ নেতাকে যুবদলের নেতার করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়