ঈদুল আজহায় কোরবানি দিতে গিয়ে ১৩৮ জন আহত হয়েছে। তাঁদের মধ্যে ৮১ জন ঈদের দিন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসনকেন্দ্রের (নিটোর) পরিচালক অধ্যাপক মো. আবুল কেনান।
পরিচালক জানান, কোরবানির ঈদকে কেন্দ্র করে আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন ১৩৮ জন। এর মধ্যে ঈদের দিন আহত হয়েছেন ৮১ জন। বাকি ৫৭ জন ঈদের আগে ও পরে আহত হয়েছেন।
জানা যায়, কোরবানির দিন আহত ব্যক্তিদের কারও হাত কেটে গেছে, কারও পা কেটে গেছে, আবার কারও রগ কেটে গেছে। আর এর আগে যাঁরা চিকিৎসা নিতে গেছেন, তাঁরা কোরবানির পশু কিনতে গিয়ে পশুর লাথিতে হাত-পা ভেঙে গেছেন। যাঁদের অপারেশন লাগেনি ও গুরুতর আহত হননি, তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
নিটোর পরিচালক অধ্যাপক মো. আবুল কেনান বলেন, ঈদের আগের দিন পশু কিনতে গিয়ে অনেকে লাথিতে আহত হয়েছেন। কোরবানির দিনে পশু কোরবানি দিতে গিয়ে ভাঙচুর ও কাটাছেঁড়ায় আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। তবে আহত ব্যক্তিরা চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। তাঁদের কেউ ভর্তি নেই।