হোম > সারা দেশ > ঢাকা

ডিএনসিসির ৪৪৩ স্কুলে পরিচ্ছন্নতা অভিযান শুরু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কেউ ঝাড়ু দিয়ে স্কুলের আঙিনা পরিষ্কার করছেন, কেউ কীটনাশক স্প্রে করে ধ্বংস করছেন পরিত্যক্ত পানিতে জন্মানো মশার লার্ভা। আবার উড়ন্ত মশা দমনে কেউ করেছেন ফগিং। আজ বুধবার সকালে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে এভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে দেখা যায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মীদের।

ডিএনসিসি সূত্র জানিয়েছে, ১২ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা রয়েছে। স্কুল খোলার আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনে অবস্থিত সরকারি, বেসরকারি ৪৪৩টি স্কুলে এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। যাতে স্কুল পড়ুয়াদের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়। আজ থেকে শুরু হওয়া এই পরিচ্ছন্নতা অভিযান চলবে ৯ ও ১০ সেপ্টেম্বর। তবে যে ৪৭টি স্কুলে গণটিকা কার্যক্রম চলছে, সেসব স্কুলে ১১ সেপ্টেম্বর পরিচ্ছন্নতা অভিযান চলবে।

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, 'শিক্ষার জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করতে ৮, ৯ ও ১০ তারিখ সরকারি আধা সরকারি স্কুলে পরিচ্ছন্নতা কর্মী ও মশক নিধন কর্মীরা সমন্বয়ে কাজ করবে। সকল স্কুলের পরিচালক, প্রধান শিক্ষক ও শিক্ষকদের অনুরোধ করব আপনারা স্কুল খোলা রাখবেন। মনিটরিং করবেন। কারণ দেড় বছর পরে স্কুল খোলা হচ্ছে। বাচ্চারা পড়তে আসবে। তাদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে হবে।'

আতিকুল ইসলাম বলেন, আমাদের মনে রাখতে হবে, কোভিডের চ্যালেঞ্জের সময় যেন ডেঙ্গুর চ্যালেঞ্জ না হয়। প্রত্যেক স্কুল পরিচ্ছন্নতার আওতায় আনতে হবে, একটি স্কুলও যেন বাদ না পড়ে।

এ সময় মেয়র স্কুলের পরিস্থিতি জানাতে ডিএনসিসির হট নম্বরে (০৯৬০২২২২৩৩৩, ০৯৬০২২২২৩৩৪) যোগাযোগ করতে বলেন। তিনি বলেন, 'তথ্য জানালে আমাদের কর্মীরা চলে যাবে।'

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব