হোম > সারা দেশ > ঢাকা

ডিএনসিসির ৪৪৩ স্কুলে পরিচ্ছন্নতা অভিযান শুরু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কেউ ঝাড়ু দিয়ে স্কুলের আঙিনা পরিষ্কার করছেন, কেউ কীটনাশক স্প্রে করে ধ্বংস করছেন পরিত্যক্ত পানিতে জন্মানো মশার লার্ভা। আবার উড়ন্ত মশা দমনে কেউ করেছেন ফগিং। আজ বুধবার সকালে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে এভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে দেখা যায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মীদের।

ডিএনসিসি সূত্র জানিয়েছে, ১২ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা রয়েছে। স্কুল খোলার আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনে অবস্থিত সরকারি, বেসরকারি ৪৪৩টি স্কুলে এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। যাতে স্কুল পড়ুয়াদের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়। আজ থেকে শুরু হওয়া এই পরিচ্ছন্নতা অভিযান চলবে ৯ ও ১০ সেপ্টেম্বর। তবে যে ৪৭টি স্কুলে গণটিকা কার্যক্রম চলছে, সেসব স্কুলে ১১ সেপ্টেম্বর পরিচ্ছন্নতা অভিযান চলবে।

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, 'শিক্ষার জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করতে ৮, ৯ ও ১০ তারিখ সরকারি আধা সরকারি স্কুলে পরিচ্ছন্নতা কর্মী ও মশক নিধন কর্মীরা সমন্বয়ে কাজ করবে। সকল স্কুলের পরিচালক, প্রধান শিক্ষক ও শিক্ষকদের অনুরোধ করব আপনারা স্কুল খোলা রাখবেন। মনিটরিং করবেন। কারণ দেড় বছর পরে স্কুল খোলা হচ্ছে। বাচ্চারা পড়তে আসবে। তাদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে হবে।'

আতিকুল ইসলাম বলেন, আমাদের মনে রাখতে হবে, কোভিডের চ্যালেঞ্জের সময় যেন ডেঙ্গুর চ্যালেঞ্জ না হয়। প্রত্যেক স্কুল পরিচ্ছন্নতার আওতায় আনতে হবে, একটি স্কুলও যেন বাদ না পড়ে।

এ সময় মেয়র স্কুলের পরিস্থিতি জানাতে ডিএনসিসির হট নম্বরে (০৯৬০২২২২৩৩৩, ০৯৬০২২২২৩৩৪) যোগাযোগ করতে বলেন। তিনি বলেন, 'তথ্য জানালে আমাদের কর্মীরা চলে যাবে।'

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির