হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ থেকে চুরি হওয়া কাভার্ড ভ্যান মুন্সিগঞ্জে উদ্ধার, আটক ৩

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  

চুরি হওয়া কাভার্ড ভ্যান উদ্ধারসহ তিনজনকে আটক করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জ থেকে চুরি হওয়া ২ হাজার ৭০০ কেজি সুতাসহ একটি কাভার্ড ভ্যান মুন্সিগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া এলাকার জগরণী মাঠের সামনে থেকে কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়। এ ছাড়া এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

এর আগে গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে নারায়ণগঞ্জের পঞ্চবটী এলাকা থেকে সুতাবোঝাই কাভার্ড ভ্যানটি চুরি হয়। আটক ব্যক্তিরা হলেন আব্দুর রহমান, মো. মনির গাজী ও আকাশ শেখ।

এ বিষয়ে লৌহজং থানার এসআই সালমা বেগম আজকের পত্রিকাকে জানান, গতকাল রাতে গাজীপুরের এপলিয়ান গ্রুপ থেকে ২ হাজার ৭০০ কেজি সুতা নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেয় একটি কাভার্ড ভ্যান। ওই দিন রাত ১২টার দিকে নারায়ণগঞ্জের পঞ্চবটী এলাকায় পৌঁছালে শ্রমিক-সংকটের কারণে মালামাল আনলোড না করে স্ট্যান্ডে পার্কিং করে রাখে। ওই অবস্থায় কাভার্ড ভ্যানটি খোয়া যায়।

চুরি হওয়া কাভার্ড ভ্যান উদ্ধারসহ তিনজনকে আটক করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

সালমা বেগম আরও জানান, আজ ভোর সাড়ে ৫টার দিকে লৌহজং উপজেলার হলদিয়া গ্রামের জগরণী মাঠের সামনে কাভার্ড ভ্যানটি একটি বটগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে সেখানে বৈদ্যুতিক মিটার ক্ষতিগ্রস্ত হয়। এরপর স্থানীয় লোকজন কাভার্ড ভ্যানে থাকা তিনজনকে আটক করে। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রকৃত তথ্য জানতে পারে।

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট