হোম > সারা দেশ > ঢাকা

২০ সেপ্টেম্বর থেকে শুক্রবারও চলবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবারও মেট্রোরেল চালানোর ঘোষণা দিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। 

আজ বুধবার ডিএমটিসিএলের কোম্পানি সচিব (অতিরিক্ত দায়িত্ব) খোন্দকার এহতেশামুল কবীর স্বাক্ষরিত চিঠিতে এই ঘোষণা দেওয়া হয়। 

এতে বলা হয়েছে, এমআরটি লাইন-৬ এ মেট্রো ট্রেন আগামী ২০ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার উত্তরা-উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করবে। এ অংশে মেট্রোরেল চলবে বিকেল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত। 

অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা-উত্তর পর্যন্ত বিকেল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত নির্ধারিত হেডওয়েতে চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

যাত্রী চাহিদা তুঙ্গে থাকায় শুক্রবারও মেট্রোরেল চালানোর দাবি জোরদার করেন মেট্রোরেলের নিয়মিত যাত্রীরা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে এই দাবিতে সায় দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি ডিএমটিসিএলকে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেন। চলতি সেপ্টেম্বর মাসের শুরু থেকেই শুক্রবার মেট্রোরেল চালু থাকার কথা শোনা গেলেও অবশেষে আজ এই ঘোষণা এল। 

ডিএমটিসিএল জানিয়েছে, প্রতিদিন ২ লাখ ৭৫ হাজার যাত্রী মেট্রোরেলে চলাচল করেন। প্রতিদিন ৩ লাখ যাত্রী পরিবহনের সক্ষমতা তাঁদের রয়েছে বলে দাবি করেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। শুক্রবার উত্তরা থেকে নিউমার্কেট, কারওয়ান বাজারের বসুন্ধরা সিটিতে কেনাকাটা করতে আসা যাত্রীদের যাতায়াত এখন সুগম হবে বলে মনে করছেন তাঁরা।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু