হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে অসহযোগের মধ্যেই কাজে যোগ দিয়েছেন পোশাক কারখানার শ্রমিকেরা

গাজীপুর প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির মধ্যে গাজীপুরের শিল্প কারখানাগুলোতে আজ রোববার সকাল থেকে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। এগুলোতে স্বাভাবিক উৎপাদন চলছে। তবে, কারখানার বাইরে ছাত্র আন্দোলন চলমান থাকায় শ্রমিকেরা যে কোনো সময় বাইরে চলে আসতে পারেন বলেও আশঙ্কা করছেন কারখানা মালিকেরা। 

আজ রোববার সকালে গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানার মালিকদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

স্প্যারো অ্যাপারেলসের প্রধান উৎপাদন কর্মকর্তা (সিওও) শরিফুল রেজা বলেন, সকাল থেকে প্রতিদিনের মতো শ্রমিকেরা কাজে যোগ দিয়েছে। সব সেকশনে উৎপাদন চলমান আছে। আশপাশের কারখানায়ও কাজ চলছে। কোনো সমস্যা নেই।

সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ এর সহসভাপতি নাসির উদ্দিন বলেন, শ্রমিকেরা সকালে কাজে যোগদান করেছে। কারখানায় উৎপাদন পুরোদমে চলছে। এখনো কোথাও কোনো সমস্যার খবর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ‘কারখানার আশপাশে ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে শ্রমিকেরা কতটুকু নিয়ন্ত্রণে থাকবে বা তারা কারখানায় কাজে থাকবে কি না, তা নিয়ে আমরা চিন্তিত আছি।’

ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন আলমগীর জানান, তাঁর কারখানায় শতভাগ শ্রমিক কাজে যোগ দিয়েছেন। তারা সবাই মনোযোগ দিয়ে কাজ করছেন। কোনো সমস্যা নেই। 

গাজীপুর শিল্প পুলিশ-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ বলেন, গাজীপুরের সকল পোশাক কারখানায় অন্যান্য দিনের মতো রোববার শ্রমিকেরা নির্ধারিত সময়ে কাজে যোগ দিয়েছে। বেলা ১১টা পর্যন্ত কোথাও সমস্যা হয়নি। 

তিনি আরও বলেন, আমরা কারখানা ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে নজরদারি ও গুরুত্বপূর্ণ এলাকায় টহল বৃদ্ধি করেছি। গাজীপুরের শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক আছে।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ