হোম > সারা দেশ > ঢাকা

শাহবাগ মোড় অবরোধ প্রশিক্ষণার্থী চিকিৎসকদের, যান চলাচল বন্ধ

ঢাবি প্রতিনিধি

ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট প্রশিক্ষণার্থী। ছবি: আজকের পত্রিকা

ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট প্রশিক্ষণার্থী চিকিৎসকেরা। আজ রোববার বেলা ১১টা থেকে জড়ো হয়ে একপর্যায়ে তাঁরা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন।

অবরোধের ফলে কাঁটাবন-মিরপুর-ফার্মগেট-মতিঝিলগামী কোনো বাস চলাচল করতে পারছে না। যাত্রীদের গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যস্থলে পৌঁছাতে দেখা যায়।

একই দাবিতে প্রশিক্ষণার্থী চিকিৎসকেরা গত ২২ ডিসেম্বরও শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছিলেন। তখন ভাতা ৫ হাজার টাকা বাড়ানো হয়। আন্দোলনকারী এক প্রশিক্ষণার্থী চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের দাবি নিয়ে এসেছি, দাবি আদায় করে আমরা মাঠ ছাড়ব। আমাদের সঙ্গে প্রহসন মেনে নেব না। অবিলম্বে আমাদের ভাতা ৫০ হাজার টাকা করতে হবে।’

ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট প্রশিক্ষণার্থী। ছবি: আজকের পত্রিকা

অবরোধ ও যান চলাচল বন্ধের বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ‘ট্রেইনি চিকিৎসকেরা রাস্তায় শাহবাগ মোড়ের রাস্তায় নেমে এলে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আমরা বিষয়টি নজরে রাখছি।’

ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট প্রশিক্ষণার্থী। ছবি: আজকের পত্রিকা

ট্রেইনি চিকিৎসকেরা ভাতা বাড়াতে ২১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। দাবি মেনে নেওয়া না হলে ১৩ হাজার পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট প্রশিক্ষণার্থী চিকিৎসক একযোগে কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন। পরে প্রজ্ঞাপন দেওয়া না হলে ২২ ডিসেম্বর চিকিৎসকেরা শাহবাগ মোড় অবরোধ করলে সরকার ভাতা ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার করার ঘোষণা দেয়। চিকিৎসকেরা সেটা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। চলমান কর্মসূচির অংশ হিসেবে আজ শাহবাগ মোড় অবরোধ করেন তাঁরা।

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ