গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ চেক ডিজঅনারের মামলায় সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কয়েদীর নাম মাহমুদ হাসান (৬২)। বাড়ি গাজীপুর মহানগরীর টঙ্গী বটতলা এলাকায়। তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দী ছিলেন। তার কয়েদি নম্বর (৮০২৪/এ) ।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মাহমুদ হাসানের বিরুদ্ধে একাধিক চেক ডিজঅনার মামলা ছিল। এর মধ্যে একটি মামলায় ৩ মাস ও অপর একটি মামলায় তিনি ৮ মাসের কারাদণ্ড প্রাপ্ত কয়েদি হিসাবে এ কারাগারে বন্দি ছিলেন।
তিনি আরও বলেন, মাহমুদ হোসেন আজ শনিবার বেলা ১১টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।
জেল সুপার আরও বলেন, কারাবিধি অনুযায়ী ময়নাতদন্ত ও অন্যান্য আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।