হোম > সারা দেশ > ঢাকা

হানিফ পরিবহনের দুই মালিকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রামের হানিফ পরিবহন সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন ও হানিফ সুপার প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল ইসলামের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া ‘হানিফ’ ট্রেডমার্ক ব্যবহার নিয়ে আদালতের জাল আদেশ তৈরির ঘটনা তদন্ত করে আগামী ৭ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টরা তদন্ত করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবরে প্রতিবেদন দেবেন।

আজ বৃহস্পতিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী এবাদত হোসেনের বেঞ্চ এই আদেশ দেন।

এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। এর আগে ভুয়া আদেশ তৈরির সঙ্গে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখার কোনো কর্মকর্তা জড়িত কি না, তা তদন্ত করতে রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে শাখায় এই সংক্রান্ত কোনো ফাইল পাওয়া যায়নি–রেজিস্ট্রার জেনারেলের পক্ষ থেকে এমনটি জানানো হয় বলে জানান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

হানিফ ট্রেডমার্ক ব্যবহার নিয়ে আদালতের জাল আদেশ তৈরির বিষয়টি নজরে আসলে গত ১৪ নভেম্বর দুই হানিফ পরিবহনের এমডিসহ কয়েকজনকে তলব করেন হাইকোর্ট। সে অনুসারে তারা বৃহস্পতিবার হাজির হন। হানিফ পরিবহন সার্ভিস লিমিটেডের এমডি মোহাম্মদ কামাল উদ্দিন ও আইনজীবী ইকরাম উদ্দিনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আর হানিফ সুপার প্রাইভেট লিমিটেডের এমডি আনিসুল ইসলামের পক্ষে ছিলেন আইনজীবী বজলুর রশীদ।

রায়েরবাজারে দাফন ১১৪ মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ