হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দরে চুক্তিতে মাল সরানোয় গ্রেপ্তার ২ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়্যার হাউসে (গুদাম) থাকা পেপার ক্যারেট থেকে প্রায় ৬০ কেজি মালপত্র অবৈধভাবে বের করা হয়েছে। এ মালামাল বের করে আনতে আমদানিকারকের সঙ্গে আট লাখ টাকার চুক্তি করেন একজন ‘কাস্টম সরকার’। চুক্তির পর তাকে ৬ লাখ টাকা পরিশোধও করা হয়েছে। বিষয়টি জানাজানি পর গত মঙ্গলবার বিমানবন্দরের এক নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে মামলা করেন। মামলায় বলা হয়, এভাবে পণ্য বের করে আনায় রাজস্ব হারিয়ে সরকার। 

এ ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বিভাগের সহকারী ব্যবস্থাপক (কার্গো আমদানি) মো. জামাল হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় গত ২ মে একটি মামলা করেন। ওই মামলায় বেশ কয়েকজনকে আসামি করা হয়। তাদের মধ্যে ছামরুল ইসলাম (৩৪) ও মোস্তাফিজুর রহমান দুজনকে গ্রেপ্তার করা হয়। সেদিন তাঁরা ওয়্যার হাউসের সামনে ডিউটি পালন করছিলেন। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা এ চুরির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। 

মামলা সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে (টিকে-৭১২) ৬০ কেজি ওজনের একটি পেপার ক্যারেট (কাগজে মোড়ানো বাক্স) বিমানবন্দরে পৌঁছায়। ক্যারেটটির ভেতরে পাম্পের যন্ত্রাংশ ছিল। এটি আমদানি করেছিল এফএম ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান। ৩০ এপ্রিল বিমানের নিরাপত্তাকর্মী লক্ষ্য করেন, ক্যারেটটি খোলা ও মালামাল নেই। পরে ১ মে সিসি টিভি ক্যামেরার ফুটেজ তল্লাশি করা হয়। সেখানে দেখা যায়, ৩০ এপ্রিল ডিউটি করছিলেন নিরাপত্তা রক্ষী ছামরুল। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে ছামরুল পণ্যটি অবৈধ উপায়ে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে। এতে তাঁর সহযোগী হিসেবে মোস্তাফিজুর রহমানের নাম বলেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল শেখ আজকের পত্রিকাকে বলেন, ওয়ার হাউস থেকে চুরি করে শুল্ক ফাঁকি দিয়ে মালামাল (পাম্প জাতীয় দ্রব্য) বের করার অভিযোগে গ্রেপ্তার হওয়া দুই আসামি কারাগারে রয়েছে। গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দিও দিয়েছে। এদের যারা চুক্তি করেছেন তাদের উদ্দেশ্যও কি ছিল তা জানতে বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট