হোম > সারা দেশ > ঢাকা

পুলিশের কারণে অল্পের জন্য টাকা বাঁচল গরু ব্যবসায়ীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মঙ্গলবার বেলা পৌনে দুইটা। ঈদের আগের দিন। রাজধানীর ছাড়ছেন অসংখ্য মানুষ। যানজট, কোরবানির পশুর হাট সব মিলিয়ে দম ফেলার নেই ট্রাফিক পুলিশের।

সাভার আমিনবাজার এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিকের সহকারী উপ-পুলিশ পরিদর্শক জয়নাল। খবর আসে আমিনবাজার ব্রিজের কাছে লঞ্চ ঘাট এলাকায় একজন ব্যক্তি রাস্তায় পড়ে আছেন। তাৎক্ষণিক সঙ্গে থাকা ফোর্সসহ সেখানে পৌঁছান এবং দেখতে পান প্রায় অচেতন অবস্থায় পড়ে আছেন একজন। বারবার বিড়বিড় করে বলছিলেন গরু ব্যবসায়ী শব্দটি।

দ্রুত তাঁকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন জয়নাল। কিছুটা সুস্থ হয়ে উঠলে জানা যায় ওনার নাম কোব্বাত আলী। বাড়ি মানিকগঞ্জের দরদ গ্রাম বলে জানান তিনি। কথাবার্তার একপর্যায়ে কোব্বাত আলী জানান, তার সঙ্গে দেড় লাখের বেশি টাকা আছে।

ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নজরুল ইসলাম জানান, উপস্থিত মানুষের সামনে গুনে দেখা যায় সেখানে আছে ১ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা। গরু বিক্রি করে ফেরার সময় তিনি কীভাবে অজ্ঞান হলেন তা বলতে পারছিলেন না।

পরে পুলিশের পক্ষ থেকে গাবতলী গরুর হাট তথ্যকেন্দ্রে বিষয়টি জানানো হয়। মাইকে ঘোষণার পর খোঁজ পাওয়া যায় কোব্বাতের মেয়ের জামাই মোখলেসের। তিনি তথ্যকেন্দ্রে আসার পর গাবতলী ট্রাফিক পুলিশ বক্সের পরিদর্শক (টিআই) কাজী মাহবুব তার পরিচয় নিশ্চিত হয়ে টাকা বুঝিয়ে দেন। সুস্থ হয়ে পুলিশকে ধন্যবাদ দিয়ে নিরাপদে বাড়ি ফিরে গেছেন কোব্বাত আলী।

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার