হোম > সারা দেশ > ঢাকা

পুলিশের কারণে অল্পের জন্য টাকা বাঁচল গরু ব্যবসায়ীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মঙ্গলবার বেলা পৌনে দুইটা। ঈদের আগের দিন। রাজধানীর ছাড়ছেন অসংখ্য মানুষ। যানজট, কোরবানির পশুর হাট সব মিলিয়ে দম ফেলার নেই ট্রাফিক পুলিশের।

সাভার আমিনবাজার এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিকের সহকারী উপ-পুলিশ পরিদর্শক জয়নাল। খবর আসে আমিনবাজার ব্রিজের কাছে লঞ্চ ঘাট এলাকায় একজন ব্যক্তি রাস্তায় পড়ে আছেন। তাৎক্ষণিক সঙ্গে থাকা ফোর্সসহ সেখানে পৌঁছান এবং দেখতে পান প্রায় অচেতন অবস্থায় পড়ে আছেন একজন। বারবার বিড়বিড় করে বলছিলেন গরু ব্যবসায়ী শব্দটি।

দ্রুত তাঁকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন জয়নাল। কিছুটা সুস্থ হয়ে উঠলে জানা যায় ওনার নাম কোব্বাত আলী। বাড়ি মানিকগঞ্জের দরদ গ্রাম বলে জানান তিনি। কথাবার্তার একপর্যায়ে কোব্বাত আলী জানান, তার সঙ্গে দেড় লাখের বেশি টাকা আছে।

ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নজরুল ইসলাম জানান, উপস্থিত মানুষের সামনে গুনে দেখা যায় সেখানে আছে ১ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা। গরু বিক্রি করে ফেরার সময় তিনি কীভাবে অজ্ঞান হলেন তা বলতে পারছিলেন না।

পরে পুলিশের পক্ষ থেকে গাবতলী গরুর হাট তথ্যকেন্দ্রে বিষয়টি জানানো হয়। মাইকে ঘোষণার পর খোঁজ পাওয়া যায় কোব্বাতের মেয়ের জামাই মোখলেসের। তিনি তথ্যকেন্দ্রে আসার পর গাবতলী ট্রাফিক পুলিশ বক্সের পরিদর্শক (টিআই) কাজী মাহবুব তার পরিচয় নিশ্চিত হয়ে টাকা বুঝিয়ে দেন। সুস্থ হয়ে পুলিশকে ধন্যবাদ দিয়ে নিরাপদে বাড়ি ফিরে গেছেন কোব্বাত আলী।

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ