প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় ক্লিনিক ভবনের নিচতলায় বিদ্যুতের মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডে (এমডিবি) আগুন লাগে। সচিবালয়ের ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক এসে আগুন নিভিয়ে ফেলেন। এতে বিদ্যুতের তার পুড়ে যাওয়া ছাড়া অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টায় এ ঘটনা ঘটে।
সচিবালয়ে ৯ নম্বর ভবনটি ক্লিনিক ভবন হিসেবে পরিচিত। এ ভবনের নিচতলায় ক্লিনিক। তৃতীয় ও চতুর্থ তলায় তথ্য অধিদপ্তর (পিআইডি)। দ্বিতীয় ও পঞ্চম তলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার পর ক্লিনিক ভবনের নিচতলায় উত্তর পাশ থেকে ধোঁয়া উড়তে থাকে। সঙ্গে সঙ্গেই সচিবালয়ের ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে, কয়েক মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ি নিয়ে চলে আসেন। কিছুক্ষণের মধ্যেই তারা ফায়ার এস্টিংগুইশার ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন।
সচিবালয় ফায়ার স্টেশনের ইনচার্জ রহিদুর রহমান মৃধা আজকের পত্রিকাকে বলেন, ‘সাড়ে ৪টার দিকে আমরা একটা মেসেজ পাই-সচিবালয়ের ক্লিনিক ভবনের নিচতলায় আগুন লেগেছে। আমরা এসে দেখি নিচতলায় সিঁড়ি কোটায় আগুন। সিঁড়িকোঠার বৈদ্যুতিক বোর্ডের পাশেই নারীদের নামাজ পড়ার জায়গা। সেটি বন্ধ ছিল। সেটির দরজা ভেঙে আমরা ভেতরে প্রবেশ করি।’