হোম > সারা দেশ > ঢাকা

স্কুলের সামনে ভিড় করে ছিনতাই করতেন তাঁরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা-পুলিশ। বিভিন্ন বিদ্যালয়ের সামনে ভিড় করে নারী অভিভাবকদের কাছ থেকে ছিনতাই করতেন বলে পুলিশ জানিয়েছে। 

আজ সোমবার মিরপুর মডেল থানার মনিপুর বালক উচ্চবিদ্যালয়ের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. জনি (২৩) ও মো. সাগর (২৪)।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘তারা স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে, এরপর সুযোগ বুঝে অভিভাবকদের ব্যাগ, মোবাইল ছিনিয়ে পালিয়ে যায়।’ 

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার হওয়া জনি ও সাগর ছিনতাইকারী। তবে তারা সবাইকে টার্গেট করে না। তাদের টার্গেট স্কুলের সামনে অপেক্ষমাণ মহিলা অভিভাবকেরা। তারা সাধারণত স্কুল ছুটির সময় এসব অভিভাবকের আশপাশে ঘুরঘুর করে। এরপর সুযোগ বুঝে ব্যাগ, মোবাইল ফোন ছিনিয়ে পালিয়ে যায়। এ সময় কেউ বাধা দিলে তাকে ছুরি দিয়ে মারার ভয় দেখায়।’ 

এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘স্কুল ছুটির সময় সবাই সন্তান নিয়ে ব্যস্ত থাকে, তাই এই সময়টিকেই তারা টার্গেট করে। আজও (সোমবার) ছিনতাইয়ের উদ্দেশ্যে মনিপুর উচ্চবিদ্যালয়ের সামনে যায় তারা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে গেলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।’

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন