হোম > সারা দেশ > ঢাকা

স্কুলের সামনে ভিড় করে ছিনতাই করতেন তাঁরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা-পুলিশ। বিভিন্ন বিদ্যালয়ের সামনে ভিড় করে নারী অভিভাবকদের কাছ থেকে ছিনতাই করতেন বলে পুলিশ জানিয়েছে। 

আজ সোমবার মিরপুর মডেল থানার মনিপুর বালক উচ্চবিদ্যালয়ের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. জনি (২৩) ও মো. সাগর (২৪)।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘তারা স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে, এরপর সুযোগ বুঝে অভিভাবকদের ব্যাগ, মোবাইল ছিনিয়ে পালিয়ে যায়।’ 

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার হওয়া জনি ও সাগর ছিনতাইকারী। তবে তারা সবাইকে টার্গেট করে না। তাদের টার্গেট স্কুলের সামনে অপেক্ষমাণ মহিলা অভিভাবকেরা। তারা সাধারণত স্কুল ছুটির সময় এসব অভিভাবকের আশপাশে ঘুরঘুর করে। এরপর সুযোগ বুঝে ব্যাগ, মোবাইল ফোন ছিনিয়ে পালিয়ে যায়। এ সময় কেউ বাধা দিলে তাকে ছুরি দিয়ে মারার ভয় দেখায়।’ 

এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘স্কুল ছুটির সময় সবাই সন্তান নিয়ে ব্যস্ত থাকে, তাই এই সময়টিকেই তারা টার্গেট করে। আজও (সোমবার) ছিনতাইয়ের উদ্দেশ্যে মনিপুর উচ্চবিদ্যালয়ের সামনে যায় তারা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে গেলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।’

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান