হোম > সারা দেশ > ঢাকা

ভারতের সঙ্গে নদীর ন্যায্য হিস্যার দাবিতে মানববন্ধন

জবি প্রতিনিধি

ভারতের সঙ্গে বাংলাদেশের সব আন্তর্জাতিক নদীর ন্যায্য হিস্যার দাবিতে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে গজলডোবা বাঁধ খুলে রংপুর বিভাগে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে সোমবার (৩০ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ হয়। 

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সোহেল বলেন, তিস্তার পানি নিয়ে উত্তরবঙ্গের মানুষের জনদুর্ভোগ বহুমাত্রিক। বর্তমানে তিস্তা একটি এক মৌসুমি নদীতে পরিণত হয়েছে। কোনো আন্তর্জাতিক নিয়মনীতি না মেনে অবৈধভাবে ভারত সরকার তিস্তার অদূরে গজলডোবায় বাঁধ তৈরি করে তিস্তার পানিকে একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণ করছে। যে কারণে শুষ্ক মৌসুমে যেমন পানির অভাবে শত শত হেক্টর জমিতে চাষাবাদ হচ্ছে না, তেমনিভাবে সময়ে-অসময়ে আকস্মিক বন্যা সৃষ্টি হচ্ছে। এর অর্থনৈতিক প্রভাব শুধু উত্তরবঙ্গেই নয়, পুরো দেশে পড়ছে। 

আবু সোহেল বলেন, ‘ভারতের সঙ্গে তিস্তার পানিবণ্টন চুক্তি বর্তমানে তিস্তা মহাপরিকল্পনায় রূপ নিয়েছে। কিন্তু তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বিগত সরকারের পদক্ষেপ আমাদের বরাবরই হতাশ করেছে। তাই আমরা চাই অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হোক এবং বাস্তবায়নের মাধ্যমে উত্তরের জনপদের মানুষের জীবনমান উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করা হোক।’ 

সাগর চন্দ্র রায় নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘ভারতের গজলডোবা বাঁধের পানি ছেড়ে দেওয়ার ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় রংপুর বিভাগের অধিকাংশ জেলা ডুবে গেছে, খাদ্যসংকট দেখা দিয়েছে। আমরা এ কৃত্রিম বন্যার প্রতিবাদ জানাচ্ছি।’

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার