হোম > সারা দেশ > ঢাকা

রামপুরায় মাইনুদ্দিনকে চাপা দেওয়া বাস চালকের সহকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর রামপুরায় বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিন ইসলামের মৃত্যুর ঘটনায় দায়ী বাসের চালকের সহকারী চান মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আজ সকালে এই তথ্য নিশ্চিত করেছেন। 

আজ মঙ্গলবার সকালে সায়েদাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। বলা হয়েছে, একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া মাইনুদ্দিন নিহতের ঘটনায় তাঁকে আটক করা হয়েছে। 

এর আগে গতকাল রাত সাড়ে ১০টার দিকে রামপুরা বাজারে সোনালী ব্যাংকের সামনের রাস্তায় অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় মাইনুদ্দিন ইসলামের মৃত্যু হয়। এই ঘটনার জেরে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় ঘাতক বাসসহ আটটি বাসে আগুন ও ৪টি বাস ভাঙচুর করে তারা। 

দুর্ঘটনার সময় চালককে আটক করে প্রত্যক্ষদর্শীরা। তাকে পিটুনি দিয়ে পুলিশের হাতে দেওয়া হয়। সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) হাফিজুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে এসে আমরা ১২টি বাস বিধ্বস্ত অবস্থায় পেয়েছি। এর মধ্যে চারটি বাসে ভাঙচুর ও বাকি আটটিতে আগুন দেওয়া হয়েছে। ঘটনাস্থলে আমাদের তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপণ করেছে। আগুনে বাসগুলো সম্পূর্ণ পুড়ে গেছে।’ 

রাত সাড়ে বারোটার দিকে পুলিশের দুটি রেকার বিধ্বস্ত বাসগুলো সড়ক থেকে সরিয়ে ফেলে। এ সময় পুলিশ সড়ক থেকে উত্তেজিত জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। রাত ২টার দিকে সড়কে যানচলাচল শুরু হয়। তবে সকাল থেকেই সড়কে অল্পসংখ্যক গণপরিবহন চলতে দেখা যায়। 

মিরপুরে খাঁচা থেকে বেরিয়ে এল সিংহী, আর চিড়িয়াখানা থেকে দর্শনার্থীরা

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি