রাজধানীর সায়দাবাদে নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে শিউলি আক্তার (৩০) নামে এক নারী মারা গেছে। আজ বুধবার বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে।
শিউলির স্বজনরা জানান, এক ছেলে ও স্বামী দেলোয়ার হোসেনকে নিয়ে সায়দাবাদ আর কে চৌধুরী ডিগ্রী কলেজ গলির একটি বাসায় ভাড়া থাকতেন শিউলি। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন তিনি। বিভিন্ন দোকান থেকে সমিতির টাকা কালেকশন করতে আজ বুধবার সায়দাবাদ কেরানী গলি দিয়ে যাওয়ার সময় পাশের একটি নির্মানাধীন ছয়তলা ভবনের তৃতীয় তলা থেকে ইট পড়ে শিউলির মাথায়। এতে তার মাথায় গুরুতর আঘাত পায়। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত শিউলির চাচাতো বোন শাহনাজ বেগম দাবি করেন, এর আগেও ওই ভবন থেকে এরকম ইট পড়ে আহতের ঘটনা ঘটেছিল। তখনও কোন ব্যবস্থা নেয়নি বাড়িটির মালিক। কোনও নিরাপত্তা ব্যবস্থাও করেননি।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।