ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ইট পুড়িয়ে বাজারজাত করার অভিযোগে দুই ইটভাটায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভাটা দুটিকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
আজ সোমবার উপজেলার ধামরাই ইউনিয়নের ডেমরান এলাকার ‘মোল্লা ব্রিকস’ এবং ‘ভাই ভাই ব্রিকস’ এ এই অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।
ইশতিয়াক আহমেদ বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুয়ায়ী অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ ভাটাগুলো বন্ধের নির্দেশনা রয়েছে। তারা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে এই এলাকার মোল্লা ব্রিকস ও ভাই ভাই ব্রিকসকে দুই লাখ করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভাটা দুটিকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ধামরাই থানার পুলিশ সদস্য ও ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা।