হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে কিশোরকে বেঁধে প্লায়ার্স দিয়ে নখ উপড়ে ফেলার ঘটনায় মামলা

গাজীপুরের শ্রীপুরে চুরির অপবাদে এক কিশোরকে মসজিদ থেকে ডেকে এনে আওয়ামী লীগ নেতার অফিসের সামনে বেঁধে প্লায়ার্স দিয়ে দুই আঙুলের নখ উপড়ে ফেলার ঘটনায় মামলা হয়েছে। এতে আওয়ামী লীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। 

আজ বুধবার সকালে নির্যাতনের শিকার কিশোরের মা আসমা আক্তার বাদী হয়ে শ্রীপুর থানায় এই মামলা দায়ের করেছেন। 

নির্যাতনের শিকার কিশোর মো. সাগর (১৭) শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ গ্রামের মো. মনির হোসেনের ছেলে। 

মামলার আসামিরা হলেন শ্রীপুর পৌর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ গ্রামের মো. শাহাব উদ্দিনের ছেলে মোজাম্মেল হক (৩০), একই গ্রামের নূরুল ইসলামের ছেলে রাকিব (২৯), তাজউদ্দীনের ছেলে রইস উদ্দিন (৩৫), আব্দুল মজিদের ছেলে মো. মালেক (৩৯), মো. কুতুবউদ্দিনের ছেলে মো. আবুল কালাম (২৭), মো. শামসুল হকের ছেলে মো. মাসুম (২৮), সফুর আলীর ছেলে মো. মোবারক হোসেন (৩০), আফাজ আলীর ছেলে শরিফ (৪০) ও রিপন সরকারের ছেলে মো. টুটুল (২৫)। 

নির্যাতনের শিকার কিশোরের মা আসমা আক্তার বলেন, ‘বর্তমানে আমার সন্তান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আমার ছেলের হাতের দুই আঙুলের নখ তুলে নেওয়াসহ শরীরের হাড়গোড় ভেঙে দিয়েছে ওরা (আসামিরা)। আমার ছেলের শারীরিক অবস্থা বেশি ভালো না।’ 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘কিশোরকে ডেকে এনে নির্যাতনের ঘটনায় মামলা রুজু হয়েছে। মামলার অভিযুক্ত তিনজন আসামিকে আটকের পর গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।’ 

উল্লেখ্য, গত সোমবার (২৭ মার্চ) রাত ১০টার দিকে স্থানীয় একটি মসজিদ থেকে ডেকে এনে আওয়ামী লীগ নেতাসহ তাঁর লোকজন মিলে কিশোর সাগরকে হাত-পা বেঁধে নির্যাতনের পর প্লায়ার্স দিয়ে আঙুলসহ নখ তুলে নেন।

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট