হোম > সারা দেশ > ঢাকা

নতুন বছরে হচ্ছে না বই উৎসব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কারোনায় স্বাস্থ্যবিধির বিষয়টি মাথায় রেখে নতুন বছরের প্রথম দিনে বই উৎসব হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বৃহস্পতিবার নতুন বছরের পাঠ্যবই ছাপার অগ্রগতি দেখতে রাজধানীর মাতুয়াইলে কয়েকটি প্রেস পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, করোনায় স্বাস্থ্যবিধির কারণে ১ জানুয়ারি বই উৎসব না হলেও ৯৫ শতাংশ বই বেশির ভাগ স্কুলে পৌঁছে যাবে। তবে বাকি ৫ ভাগ বই জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে স্কুলে পৌঁছাবে। 

শিক্ষামন্ত্রী আরও বলেন, এ বছর থেকে নতুন কারিকুলাম শুরু হবে, তবে ভর্তির প্রক্রিয়া শেষ হবে জানুয়ারির শেষ নাগাদ। তাই ফেব্রুয়ারি থেকে নতুন কারিকুলাম শুরু করার আগে আমরা ১০০টি স্কুলে নতুন কারিকুলামের গবেষণা চালাব ভেবেছিলাম। তবে সেটি কমিয়ে ৬০টি স্কুল করা হয়েছে। ওই স্কুলগুলোতে প্রাথমিক পর্যায়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী ও মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বই দেওয়া হবে। বাকিদের জানুয়ারি মাসেই ধাপে ধাপে বই দেওয়া হবে। 

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, যারা পাঠ্যপুস্তক ছাপানোর কাজে অনিয়ম করেছে, তাদের কালো তালিকাভুক্ত করা হবে। তাদের আর কখনো কাজ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন। 

করোনার ওমিক্রন ধরন বিষয়ে দীপু মনি বলেন, বিশ্বজুড়ে ওমিক্রন ছড়াচ্ছে, তবে সার্বিক বিষয় সরকার পর্যবেক্ষণ করছে। এখন পর্যন্ত পরিস্থিতি ভালো আছে। তবে মার্চে গিয়েও যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান স্বাভাবিক কার্যক্রমে ফিরবে বলে তিনি জানান।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯