হোম > সারা দেশ > ঢাকা

সাম্য হত্যা নিয়ে একটা গুপ্ত সংগঠন নানা প্রোপাগান্ডা চালাচ্ছে: ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের শিক্ষার্থী ও ছাত্রদলের এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। বিচার দাবির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কড়া সমালোচনা করেন তাঁরা।

ছাত্রদলের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার এ অবস্থান কর্মসূচিতে অংশ নেয় ছাত্রদলের কেন্দ্রীয়, ঢাবি ও অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা। তাঁদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় এলাকা।

কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আমরা নিন্দা জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের নীরব ভূমিকার প্রতি।’

তিনি আরও দাবি করেন, ‘একটা গুপ্ত সংগঠন সাম্য হত্যার ব্যাপারে বিভিন্নভাবে প্রপাগাণ্ডা চালাচ্ছে।’

শিবিরের গুপ্ত রাজনীতির প্রতি হুঙ্কার জানিয়ে তাদের রাজপথে প্রতিহত করার ঘোষণা দেন ছাত্রদল সভাপতি। তিনি বলেন, অচিরেই ঢাকার রাজপথ ছাত্রদলের দখলে আসবে।

কর্মসূচিতে আরও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ছাড়াও মহানগর ও অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা।

আগামীকাল শুক্রবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নিহত শাহরিয়ার আলম সাম্যের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল আয়োজিত হবে বলে জানান ছাত্রদলের ঢাবি শাখা সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

গত ১৩ মে রাতে বাংলা একাডেমি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে প্রাণ হারান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের শিক্ষার্থী ও এফ রহমান হলে ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। তারপর থেকে উত্তপ্ত হয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তৎসংলগ্ন এলাকা। এরপর ছাত্রদলসহ বিভিন্ন ছাত্রসংগঠন বিক্ষোভ ও মশাল মিছিল করে।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে