হোম > সারা দেশ > ঢাকা

সাম্য হত্যা নিয়ে একটা গুপ্ত সংগঠন নানা প্রোপাগান্ডা চালাচ্ছে: ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের শিক্ষার্থী ও ছাত্রদলের এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। বিচার দাবির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কড়া সমালোচনা করেন তাঁরা।

ছাত্রদলের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার এ অবস্থান কর্মসূচিতে অংশ নেয় ছাত্রদলের কেন্দ্রীয়, ঢাবি ও অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা। তাঁদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় এলাকা।

কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আমরা নিন্দা জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের নীরব ভূমিকার প্রতি।’

তিনি আরও দাবি করেন, ‘একটা গুপ্ত সংগঠন সাম্য হত্যার ব্যাপারে বিভিন্নভাবে প্রপাগাণ্ডা চালাচ্ছে।’

শিবিরের গুপ্ত রাজনীতির প্রতি হুঙ্কার জানিয়ে তাদের রাজপথে প্রতিহত করার ঘোষণা দেন ছাত্রদল সভাপতি। তিনি বলেন, অচিরেই ঢাকার রাজপথ ছাত্রদলের দখলে আসবে।

কর্মসূচিতে আরও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ছাড়াও মহানগর ও অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা।

আগামীকাল শুক্রবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নিহত শাহরিয়ার আলম সাম্যের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল আয়োজিত হবে বলে জানান ছাত্রদলের ঢাবি শাখা সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

গত ১৩ মে রাতে বাংলা একাডেমি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে প্রাণ হারান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের শিক্ষার্থী ও এফ রহমান হলে ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। তারপর থেকে উত্তপ্ত হয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তৎসংলগ্ন এলাকা। এরপর ছাত্রদলসহ বিভিন্ন ছাত্রসংগঠন বিক্ষোভ ও মশাল মিছিল করে।

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন